
গাজার উত্তরাঞ্চলের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রাণবাহী গাড়ি আটকে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দুই সপ্তাহের মধ্যে এই প্রথম গতকাল মঙ্গলবার ক্ষুধায় জর্জরিত অঞ্চলটিতে খাদ্য সরবরাহ করার চেষ্টা চালায় ডব্লিউএফপি।
জাতিসংঘের এ সংস্থাটি জানায়, খাদ্য সরবরাহের ১৪টি লরি চেক পয়েন্টে আটকে দেওয়া হয়। পরে ক্ষুধায় মরিয়া জনগণ লরিগুলোকে লুট করে।
উত্তর গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্তব্যের পরদিনই এ ঘটনা ঘটল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
এক বিবৃতিতে ডব্লিউএফপি বলে, গতকাল মঙ্গলবার ওই এলাকায় ‘নিদারুণভাবে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের’ প্রচেষ্টা পুনরায় শুরু হলেও তা ব্যর্থ হয়। ওয়াদি গাজা চেক পয়েন্টে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করার পর আইডিএফ ত্রাণবাহী গাড়িবহরকে ফেরত পাঠিয়ে দেয়।
সংস্থাটি আরও বলে, চেকপয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়ায় ত্রাণবাহী ট্রাকগুলো অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ক্ষুধায় মরিয়া বিশাল মানুষের ভিড় গাড়িগুলোকে আটকে ফেলে। তারা ট্রাকগুলো থেকে প্রায় ২০০ টন খাবার লুট করে নেয়।
গত ২০ ফেব্রুয়ারি সংস্থাটি গাজায় খাদ্য সরবরাহ স্থগিত করার ঘোষণা দেয়। গাজায় বিশৃঙ্খলা তৈরি হওয়ায় ডব্লিউএফপির গাড়িবহরগুলো হামলা ও লুটের শিকার হচ্ছিল।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গাজার পশ্চিমে ইসরায়েলি বাহিনীর পাহারায় বেসরকারি ঠিকাদারদের পরিচালিত একটি ত্রাণ বহরের কাছে পৌঁছানোর জন্য জনতা ছুটে গেলে তাঁদের ওপর গুলি চালায় ইসরায়েল। এতে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১২ জন নিহত হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, নিহতের বেশির ভাগই পদদলিত হয়ে এবং ত্রাণবাহী ট্রাকের চাপায় মারা গেছে। তারা আরও দাবি করে, তাদের দিকে তেড়ে আসা ও যাদের হুমকি মনে হয়েছে তাদের ওপর গুলি করেছে ইসরায়েলি সেনারা।
ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুকে বলেন, দুই সপ্তাহ আগে ত্রাণ সরবরাহ স্থগিত রাখার অন্যতম কারণ ছিল এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা। তিনি বলেন, ‘ত্রাণ কর্মসূচি স্থগিত রাখার জন্য সবাই আমাদের সমালোচনা করছিল। কিন্তু আমরা স্থগিত করেছি কারণ দুদিন আগে যা ঘটেছে তা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম; আমরা ফেরার উপায় খুঁজছি।’
এদিকে যুক্তরাষ্ট্র বলছে, জর্ডানের সহযোগিতায় গতকাল মঙ্গলবার তারা গাজার উত্তরাঞ্চলে বিমানযোগে ৩৬ হাজারটি খাবারের প্যাকেট পাঠিয়েছে।
গাজায় দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’ বলে সতর্ক করেছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উপত্যকার উত্তরাঞ্চলের শিশুরা অনাহারে মারা যাচ্ছে। গত রোববার গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহে হাসপাতালে অপুষ্টি ও পানির অভাবে ষোলোতম শিশুর মৃত্যু হয়।

গাজার উত্তরাঞ্চলের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রাণবাহী গাড়ি আটকে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দুই সপ্তাহের মধ্যে এই প্রথম গতকাল মঙ্গলবার ক্ষুধায় জর্জরিত অঞ্চলটিতে খাদ্য সরবরাহ করার চেষ্টা চালায় ডব্লিউএফপি।
জাতিসংঘের এ সংস্থাটি জানায়, খাদ্য সরবরাহের ১৪টি লরি চেক পয়েন্টে আটকে দেওয়া হয়। পরে ক্ষুধায় মরিয়া জনগণ লরিগুলোকে লুট করে।
উত্তর গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্তব্যের পরদিনই এ ঘটনা ঘটল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
এক বিবৃতিতে ডব্লিউএফপি বলে, গতকাল মঙ্গলবার ওই এলাকায় ‘নিদারুণভাবে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের’ প্রচেষ্টা পুনরায় শুরু হলেও তা ব্যর্থ হয়। ওয়াদি গাজা চেক পয়েন্টে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করার পর আইডিএফ ত্রাণবাহী গাড়িবহরকে ফেরত পাঠিয়ে দেয়।
সংস্থাটি আরও বলে, চেকপয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়ায় ত্রাণবাহী ট্রাকগুলো অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ক্ষুধায় মরিয়া বিশাল মানুষের ভিড় গাড়িগুলোকে আটকে ফেলে। তারা ট্রাকগুলো থেকে প্রায় ২০০ টন খাবার লুট করে নেয়।
গত ২০ ফেব্রুয়ারি সংস্থাটি গাজায় খাদ্য সরবরাহ স্থগিত করার ঘোষণা দেয়। গাজায় বিশৃঙ্খলা তৈরি হওয়ায় ডব্লিউএফপির গাড়িবহরগুলো হামলা ও লুটের শিকার হচ্ছিল।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গাজার পশ্চিমে ইসরায়েলি বাহিনীর পাহারায় বেসরকারি ঠিকাদারদের পরিচালিত একটি ত্রাণ বহরের কাছে পৌঁছানোর জন্য জনতা ছুটে গেলে তাঁদের ওপর গুলি চালায় ইসরায়েল। এতে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে ১১২ জন নিহত হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, নিহতের বেশির ভাগই পদদলিত হয়ে এবং ত্রাণবাহী ট্রাকের চাপায় মারা গেছে। তারা আরও দাবি করে, তাদের দিকে তেড়ে আসা ও যাদের হুমকি মনে হয়েছে তাদের ওপর গুলি করেছে ইসরায়েলি সেনারা।
ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুকে বলেন, দুই সপ্তাহ আগে ত্রাণ সরবরাহ স্থগিত রাখার অন্যতম কারণ ছিল এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা। তিনি বলেন, ‘ত্রাণ কর্মসূচি স্থগিত রাখার জন্য সবাই আমাদের সমালোচনা করছিল। কিন্তু আমরা স্থগিত করেছি কারণ দুদিন আগে যা ঘটেছে তা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম; আমরা ফেরার উপায় খুঁজছি।’
এদিকে যুক্তরাষ্ট্র বলছে, জর্ডানের সহযোগিতায় গতকাল মঙ্গলবার তারা গাজার উত্তরাঞ্চলে বিমানযোগে ৩৬ হাজারটি খাবারের প্যাকেট পাঠিয়েছে।
গাজায় দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’ বলে সতর্ক করেছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উপত্যকার উত্তরাঞ্চলের শিশুরা অনাহারে মারা যাচ্ছে। গত রোববার গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহে হাসপাতালে অপুষ্টি ও পানির অভাবে ষোলোতম শিশুর মৃত্যু হয়।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
২ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৫ ঘণ্টা আগে