
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার যে নীতি নিয়েছে, সেই দুরভিসন্ধি ছাড়তে হবে তাদের। গতকাল রোববার জার্মানি থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে তুরস্কের এরদোয়ান বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে ইসরায়েল। তাদের উচিত এই গণহত্যা বন্ধ করা। তারা (ইসরায়েলের নেতারা) লেবাননকেও হুমকি দিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর দুরভিসন্ধি ত্যাগ করতে হবে।’
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন এরদোয়ান। এ সময় দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন তিনি।
প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহের কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আঙ্কারাও একই পথে হাঁটবে।’ তিনি বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাব। তুর্কি-সিরিয়া সম্পর্ককে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই।’
ইরান ইস্যুতে আলাপকালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ধারায় অগ্রসর হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার যে নীতি নিয়েছে, সেই দুরভিসন্ধি ছাড়তে হবে তাদের। গতকাল রোববার জার্মানি থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে তুরস্কের এরদোয়ান বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে ইসরায়েল। তাদের উচিত এই গণহত্যা বন্ধ করা। তারা (ইসরায়েলের নেতারা) লেবাননকেও হুমকি দিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর দুরভিসন্ধি ত্যাগ করতে হবে।’
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন এরদোয়ান। এ সময় দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন তিনি।
প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহের কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আঙ্কারাও একই পথে হাঁটবে।’ তিনি বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাব। তুর্কি-সিরিয়া সম্পর্ককে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই।’
ইরান ইস্যুতে আলাপকালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ধারায় অগ্রসর হবে।’

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে