আজকের পত্রিকা ডেস্ক

ইরান–যুক্তরাষ্ট্র বহুল প্রতীক্ষিত বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। গতকাল শনিবার মধ্যস্থতাকারী দেশ ওমানে বৈঠকের পর দুপক্ষই এমন মন্তব্য করেছে। আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন–তেহরান।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত বৈঠকে একসঙ্গে এক ঘরে বসেননি দুপক্ষের প্রতিনিধিরা। আলাদা দুটি কক্ষে বসে তাঁরা পরোক্ষভাবে আলোচনা করেছেন। ইরান আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় তারা যাবে না।
পরোক্ষ এই বৈঠকে প্রধান মধ্যস্থতাকারী ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। তিনি দুই পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি। ইরানি প্রতিনিধি দলে আরও ছিলেন রাজনীতি বিষয়ক উপ–পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ্ত-রাভাঞ্চি, আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিব–আবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাবি।
বৈঠকের শুরুতেই দুপক্ষকে একটি অবস্থানপত্র (পজিশন পেপার) তৈরি করতে বলা হয়, যেখানে তাঁরা আলোচনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এবং নিজেদের সীমারেখা (রেড লাইন) নির্ধারণ করবেন। সেখানে ইরান জোর দিয়ে বলেছে, এই আলোচনার একমাত্র বিষয়বস্তু হবে তাদের পারমাণবিক কর্মসূচি। তবে দেশটির সামরিক সক্ষমতা বা মধ্যপ্রাচ্যে তার প্রতিরক্ষা বলয় নিয়ে কোনো আলোচনা হবে না।
বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। অত্যন্ত জটিল বিষয়গুলোতে দুপক্ষেরই স্বার্থ সমুন্নত রাখতে বৈঠকে বিশেষ ভূমিকা রেখেছেন উইটকফ। সংকট সমাধানে এক ধাপ এগোলাম আমরা।
বিবৃতিটিতে আরও জানানো হয়, উভয় পক্ষ আগামী শনিবার আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। যদিও ট্রাম্প ও তাঁর কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, আগামী শনিবারের আলোচনা হবে একই কক্ষে এবং মুখোমুখি। তবে তেহরান মুখোমুখি আলোচনার ব্যাপারে নিজেদের অবস্থানে এখনো অনড়।
এদিকে, বৈঠকের পরও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমি চাই, ইরান একটা অসাধারণ এবং সুখী দেশে পরিণত হোক। কিন্তু তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আমি সেটা কোনোভাবেই চাই না।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্টের দাবি পূরণ না হলে (ইরানকে) চরম মূল্য দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে দিয়েছি যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। আর এ কারণেই বিশেষ এই বৈঠক।’

ইরান–যুক্তরাষ্ট্র বহুল প্রতীক্ষিত বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। গতকাল শনিবার মধ্যস্থতাকারী দেশ ওমানে বৈঠকের পর দুপক্ষই এমন মন্তব্য করেছে। আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন–তেহরান।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত বৈঠকে একসঙ্গে এক ঘরে বসেননি দুপক্ষের প্রতিনিধিরা। আলাদা দুটি কক্ষে বসে তাঁরা পরোক্ষভাবে আলোচনা করেছেন। ইরান আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় তারা যাবে না।
পরোক্ষ এই বৈঠকে প্রধান মধ্যস্থতাকারী ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। তিনি দুই পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি। ইরানি প্রতিনিধি দলে আরও ছিলেন রাজনীতি বিষয়ক উপ–পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ্ত-রাভাঞ্চি, আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিব–আবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাবি।
বৈঠকের শুরুতেই দুপক্ষকে একটি অবস্থানপত্র (পজিশন পেপার) তৈরি করতে বলা হয়, যেখানে তাঁরা আলোচনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এবং নিজেদের সীমারেখা (রেড লাইন) নির্ধারণ করবেন। সেখানে ইরান জোর দিয়ে বলেছে, এই আলোচনার একমাত্র বিষয়বস্তু হবে তাদের পারমাণবিক কর্মসূচি। তবে দেশটির সামরিক সক্ষমতা বা মধ্যপ্রাচ্যে তার প্রতিরক্ষা বলয় নিয়ে কোনো আলোচনা হবে না।
বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। অত্যন্ত জটিল বিষয়গুলোতে দুপক্ষেরই স্বার্থ সমুন্নত রাখতে বৈঠকে বিশেষ ভূমিকা রেখেছেন উইটকফ। সংকট সমাধানে এক ধাপ এগোলাম আমরা।
বিবৃতিটিতে আরও জানানো হয়, উভয় পক্ষ আগামী শনিবার আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। যদিও ট্রাম্প ও তাঁর কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, আগামী শনিবারের আলোচনা হবে একই কক্ষে এবং মুখোমুখি। তবে তেহরান মুখোমুখি আলোচনার ব্যাপারে নিজেদের অবস্থানে এখনো অনড়।
এদিকে, বৈঠকের পরও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমি চাই, ইরান একটা অসাধারণ এবং সুখী দেশে পরিণত হোক। কিন্তু তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আমি সেটা কোনোভাবেই চাই না।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্টের দাবি পূরণ না হলে (ইরানকে) চরম মূল্য দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে দিয়েছি যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। আর এ কারণেই বিশেষ এই বৈঠক।’

চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
৩৮ মিনিট আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
৪ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৫ ঘণ্টা আগে