Ajker Patrika

ফের আহমেদাবাদে বিমানে যান্ত্রিক ত্রুটি, বাতিল লন্ডনগামী ফ্লাইট

কলকাতা সংবাদদাতা
ফের আহমেদাবাদে বিমানে যান্ত্রিক ত্রুটি, বাতিল লন্ডনগামী ফ্লাইট
ছবি: সংগৃহীত

আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই-১৫৯ নম্বর ফ্লাইটের। টেক-অফের ঠিক আগে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল হলো ফ্লাইট।

মাত্র কয়েক দিন আগে গত ১২ জুন দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান পরিবহনের ইতিহাসে ঘটনাটি ইতিমধ্যেই ‘কালো দিন’ হিসেবে নথিভুক্ত হয়েছে। সেই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সেখানে এমন দুর্ঘটনার শঙ্কা। এতে চরম হতাশা ও ক্ষোভ যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

দুর্ঘটনার পর আহমেদাবাদ থেকে লন্ডনের পথে এটিই ছিল প্রথম নির্ধারিত ফ্লাইট। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল। একাধিকবার চেকিংয়ের সময়ই ধরা পড়ে এই ত্রুটিটি।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের যান্ত্রিক সমস্যা সময়মতো ধরা পড়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে যাত্রী হয়রানির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হবে না। এআই-১৫৯-এর পরিবর্তে দ্রুত বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’

তবে যাত্রীরা দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন। একাধিক যাত্রী বলেন, ‘টিকিট আছে, প্ল্যান আছে, কিন্তু এয়ার ইন্ডিয়ার ওপর আর ভরসা নেই।’

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, বিষয়টি নজরে রাখা হয়েছে। ত্রুটির কারণ ও রুটিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত