কলকাতা সংবাদদাতা

আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই-১৫৯ নম্বর ফ্লাইটের। টেক-অফের ঠিক আগে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল হলো ফ্লাইট।
মাত্র কয়েক দিন আগে গত ১২ জুন দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান পরিবহনের ইতিহাসে ঘটনাটি ইতিমধ্যেই ‘কালো দিন’ হিসেবে নথিভুক্ত হয়েছে। সেই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সেখানে এমন দুর্ঘটনার শঙ্কা। এতে চরম হতাশা ও ক্ষোভ যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার পর আহমেদাবাদ থেকে লন্ডনের পথে এটিই ছিল প্রথম নির্ধারিত ফ্লাইট। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল। একাধিকবার চেকিংয়ের সময়ই ধরা পড়ে এই ত্রুটিটি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের যান্ত্রিক সমস্যা সময়মতো ধরা পড়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে যাত্রী হয়রানির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হবে না। এআই-১৫৯-এর পরিবর্তে দ্রুত বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’
তবে যাত্রীরা দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন। একাধিক যাত্রী বলেন, ‘টিকিট আছে, প্ল্যান আছে, কিন্তু এয়ার ইন্ডিয়ার ওপর আর ভরসা নেই।’
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, বিষয়টি নজরে রাখা হয়েছে। ত্রুটির কারণ ও রুটিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই-১৫৯ নম্বর ফ্লাইটের। টেক-অফের ঠিক আগে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল হলো ফ্লাইট।
মাত্র কয়েক দিন আগে গত ১২ জুন দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান পরিবহনের ইতিহাসে ঘটনাটি ইতিমধ্যেই ‘কালো দিন’ হিসেবে নথিভুক্ত হয়েছে। সেই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সেখানে এমন দুর্ঘটনার শঙ্কা। এতে চরম হতাশা ও ক্ষোভ যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার পর আহমেদাবাদ থেকে লন্ডনের পথে এটিই ছিল প্রথম নির্ধারিত ফ্লাইট। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল। একাধিকবার চেকিংয়ের সময়ই ধরা পড়ে এই ত্রুটিটি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের যান্ত্রিক সমস্যা সময়মতো ধরা পড়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে যাত্রী হয়রানির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হবে না। এআই-১৫৯-এর পরিবর্তে দ্রুত বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’
তবে যাত্রীরা দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন। একাধিক যাত্রী বলেন, ‘টিকিট আছে, প্ল্যান আছে, কিন্তু এয়ার ইন্ডিয়ার ওপর আর ভরসা নেই।’
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, বিষয়টি নজরে রাখা হয়েছে। ত্রুটির কারণ ও রুটিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৭ ঘণ্টা আগে