
ইউক্রেন যুদ্ধের ময়দানে আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যুর পর রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে ভারত সরকার। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত ১০ ভারতীয় মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কেরালার এক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। যদিও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম বিনিল বাবু (৩১)। তিনি কেরালার ত্রিশূর জেলার কুট্টানেলুরের বাসিন্দা ছিলেন।
রাশিয়ার সেনাবাহিনীতে পাচক ও সহায়ক কর্মী হিসেবে বেশ কিছু ভারতীয় কাজ করেন। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালে অন্তত নয়জনের মৃত্যুর পর ভারত এসব কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুটি পৃথক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘রাশিয়ায় কেরালার একজন বাসিন্দার মৃত্যু সম্পর্কে আমরা জানতে পেরেছি। তিনি সম্ভবত রুশ সেনাবাহিনীতে কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। আরেকজন আহত হয়েছেন এবং বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
জয়সওয়াল আরও বলেন, বিষয়টি মস্কোতে রুশ কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রুশ দূতাবাসের কাছে উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা অবশিষ্ট ভারতীয় নাগরিকদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি।’
নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, মস্কোতে ভারতীয় দূতাবাস রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছে।
গত অক্টোবরে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, রুশ সেনাবাহিনী থেকে ৮৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে; আরও ২০ জনকে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। তবে কিছু ভারতীয়কে ফিরিয়ে আনার বিষয়টি বিলম্বিত হয়েছে। কারণ, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক সেবা চুক্তি বাতিল করেনি।
ভারত দাবি করেছে, অনেক ভারতীয়কে প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। এ অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গত বছর ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।
এদিকে গত বছর রুশ দূতাবাস জানিয়েছে, ২০২৪ সালের এপ্রিল থেকে রুশ সশস্ত্র বাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা হয়েছে এবং যাঁরা স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়েছেন, তাঁদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউক্রেন যুদ্ধের ময়দানে আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যুর পর রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে ভারত সরকার। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত ১০ ভারতীয় মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কেরালার এক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। যদিও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম বিনিল বাবু (৩১)। তিনি কেরালার ত্রিশূর জেলার কুট্টানেলুরের বাসিন্দা ছিলেন।
রাশিয়ার সেনাবাহিনীতে পাচক ও সহায়ক কর্মী হিসেবে বেশ কিছু ভারতীয় কাজ করেন। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালে অন্তত নয়জনের মৃত্যুর পর ভারত এসব কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুটি পৃথক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘রাশিয়ায় কেরালার একজন বাসিন্দার মৃত্যু সম্পর্কে আমরা জানতে পেরেছি। তিনি সম্ভবত রুশ সেনাবাহিনীতে কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। আরেকজন আহত হয়েছেন এবং বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
জয়সওয়াল আরও বলেন, বিষয়টি মস্কোতে রুশ কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রুশ দূতাবাসের কাছে উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা অবশিষ্ট ভারতীয় নাগরিকদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি।’
নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, মস্কোতে ভারতীয় দূতাবাস রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছে।
গত অক্টোবরে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, রুশ সেনাবাহিনী থেকে ৮৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে; আরও ২০ জনকে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। তবে কিছু ভারতীয়কে ফিরিয়ে আনার বিষয়টি বিলম্বিত হয়েছে। কারণ, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক সেবা চুক্তি বাতিল করেনি।
ভারত দাবি করেছে, অনেক ভারতীয়কে প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। এ অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গত বছর ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।
এদিকে গত বছর রুশ দূতাবাস জানিয়েছে, ২০২৪ সালের এপ্রিল থেকে রুশ সশস্ত্র বাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা হয়েছে এবং যাঁরা স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়েছেন, তাঁদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৭ ঘণ্টা আগে