
ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৪ শিক্ষার্থী ও দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নৌকায় ২৩ শিক্ষার্থী এবং চারজন শিক্ষক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভদোদরার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে হারনি থানার এক কর্মকর্তা। তিনি বলেন, এখন পর্যন্ত ১৪ শিশু এবং দুই শিক্ষক এই দুর্ঘটনায় মারা গেছে। একজন ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাঁদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়তো কাদার মধ্যে আটকে গেছে।
পুলিশ কমিশনার অনুপম সিং বিবিসিকে বলেন, নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না।
এদিকে, পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং দুর্ঘটনায় আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
নৌকাডুবিতে শিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘গুজরাটের ভদোদরায় নৌকা দুর্ঘটনায় শিশু ও শিক্ষকদের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং উদ্ধার অভিযানের সাফল্য কামনা করছি।’
ভারতে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রীর ভিড়, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি থাকে নৌযানে। গত বছর ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছিল।

ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে ১৪ শিক্ষার্থী ও দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নৌকায় ২৩ শিক্ষার্থী এবং চারজন শিক্ষক ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভদোদরার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে হারনি থানার এক কর্মকর্তা। তিনি বলেন, এখন পর্যন্ত ১৪ শিশু এবং দুই শিক্ষক এই দুর্ঘটনায় মারা গেছে। একজন ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাঁদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়তো কাদার মধ্যে আটকে গেছে।
পুলিশ কমিশনার অনুপম সিং বিবিসিকে বলেন, নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না।
এদিকে, পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং দুর্ঘটনায় আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
নৌকাডুবিতে শিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘গুজরাটের ভদোদরায় নৌকা দুর্ঘটনায় শিশু ও শিক্ষকদের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং উদ্ধার অভিযানের সাফল্য কামনা করছি।’
ভারতে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রীর ভিড়, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি থাকে নৌযানে। গত বছর ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে