কলকাতা প্রতিনিধি

ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা ও দিল্লি করপোরেশন নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে হতাশ ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস। তবে তাদের দাবি, জরিপের ফল মিলবে না। কংগ্রেস বেকায়দায় থাকলেও বিজেপির দাবি জরিপকে ভুল প্রমাণ করে আরও ভালো দলটি।
গুজরাট ও হিমাচলের পাশাপাশি দিল্লি করপোরেশনেও পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটতে যাচ্ছে বলে দাবি বিজেপির। দিল্লিতে ঝাড়ুকে (আম আদমি পার্টির প্রতীক) মানুষ ঝাড়ু মেরেই বিদায় দেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, সমস্ত জরিপকে ভুল প্রমাণ করে আম আদমি পার্টি আরও বেশি শক্তি নিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করবে।
আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে গতকাল সোমবার রাতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বুথথেরত জরিপের ফলাফল। তাতে দেখা যাচ্ছে গুজরাটে বিজেপিই এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়। তবে বিরোধী ভোট কাটাকুটি না হলে লড়াই হতো হাড্ডাহাড্ডি।
গুজরাটে বিজেপির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মিললেও হিমাচলে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে দিল্লি করপোরেশনে একতরফাভাবে জিততে যাচ্ছে আম আদমি পার্টি।
বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলে দাবি করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভির কটাক্ষ, ‘আমি স্বীকার করি, বিজেপির একটা ওজন আছে। তাদের দলে অর্থশক্তি খুবই দৃশ্যমান।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতে, নতুন দল হিসেবে গুজরাট ও হিমাচলে ভালোই ফল করবে তাঁরা। তবে বিজেপির দাবি, দিল্লি করপোরেশন নির্বাচনে জরিপ মিলবে না। তবে দিল্লির ফল বুধবারই জানা যাবে, বৃহস্পতিবার জানা যাবে গুজরাট ও হিমাচল।

ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা ও দিল্লি করপোরেশন নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে হতাশ ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস। তবে তাদের দাবি, জরিপের ফল মিলবে না। কংগ্রেস বেকায়দায় থাকলেও বিজেপির দাবি জরিপকে ভুল প্রমাণ করে আরও ভালো দলটি।
গুজরাট ও হিমাচলের পাশাপাশি দিল্লি করপোরেশনেও পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটতে যাচ্ছে বলে দাবি বিজেপির। দিল্লিতে ঝাড়ুকে (আম আদমি পার্টির প্রতীক) মানুষ ঝাড়ু মেরেই বিদায় দেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, সমস্ত জরিপকে ভুল প্রমাণ করে আম আদমি পার্টি আরও বেশি শক্তি নিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করবে।
আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে গতকাল সোমবার রাতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বুথথেরত জরিপের ফলাফল। তাতে দেখা যাচ্ছে গুজরাটে বিজেপিই এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়। তবে বিরোধী ভোট কাটাকুটি না হলে লড়াই হতো হাড্ডাহাড্ডি।
গুজরাটে বিজেপির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মিললেও হিমাচলে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে দিল্লি করপোরেশনে একতরফাভাবে জিততে যাচ্ছে আম আদমি পার্টি।
বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলে দাবি করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভির কটাক্ষ, ‘আমি স্বীকার করি, বিজেপির একটা ওজন আছে। তাদের দলে অর্থশক্তি খুবই দৃশ্যমান।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতে, নতুন দল হিসেবে গুজরাট ও হিমাচলে ভালোই ফল করবে তাঁরা। তবে বিজেপির দাবি, দিল্লি করপোরেশন নির্বাচনে জরিপ মিলবে না। তবে দিল্লির ফল বুধবারই জানা যাবে, বৃহস্পতিবার জানা যাবে গুজরাট ও হিমাচল।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৭ ঘণ্টা আগে