
ভারতের গুজরাটের মরবিতে সেতু ভেঙে পড়ে ১৪১ জন নিহতের ঘটনায় বিজেপি সরকারকে দুষছে বিরোধীরা। আহতদের দেখতে আজ মঙ্গলবার মরবির সিভিল হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগমনের খবরে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। এ নিয়ে বিরোধীরা নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন।
বিরোধীরা বলছে, বিজেপি যদি সত্যি সত্যি উন্নয়ন কার্যক্রম চালাত তাহলে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না। তারা বলছেন, মূলত ‘ফটোশুট’ করতেই হাসপাতালে যাচ্ছেন মোদি।
আজ মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর আগমনের খবরে সোমবার দিবাগত রাতে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। বেশ কয়েকজন মিলে হাসপাতাল চত্বরে ঝাড়ু-মোছার কাজ করেছেন। হাসপাতালের দেয়াল ও সিলিং নতুন রঙে ঝকঝকে করা হয়েছে। সেতু দুর্ঘটনায় আহতরা যে ওয়ার্ডে ভর্তি আছেন সেখানে তড়িঘড়ি করে নতুন চাদর বিছানো হয়েছে।
কংগ্রেস ও আম আদমি পার্টির নেতারা বলছেন, বিজেপি ‘ইভেন্ট ম্যানেজমেন্টে’ ব্যস্ত। তারা মোদির ‘ফটোশুট’ বাস্তবায়নের কাজ করছে।
টুইটারে কংগ্রেস লিখেছে, প্রধানমন্ত্রী মোদির আগমন উপলক্ষে হাসপাতালসজ্জার কাজ চলছে। মোদির ছবি যেন ভালো আসে সেই লক্ষ্যেই সকল আয়োজন। এতগুলো মানুষ মারা গেল এতে তাদের কোনো লজ্জা নেই। তারা ‘ইভেন্ট ম্যানেজমেন্টে’ ব্যস্ত।
আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৭ বছরে গুজরাটে যদি বিজেপি কাজ করত তাহলে মধ্যরাতে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না।
উল্লেখ্য, গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় মরবি জেলার মাচ্চু নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ওই সেতুটি ভেঙে পড়ে।

ভারতের গুজরাটের মরবিতে সেতু ভেঙে পড়ে ১৪১ জন নিহতের ঘটনায় বিজেপি সরকারকে দুষছে বিরোধীরা। আহতদের দেখতে আজ মঙ্গলবার মরবির সিভিল হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগমনের খবরে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। এ নিয়ে বিরোধীরা নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন।
বিরোধীরা বলছে, বিজেপি যদি সত্যি সত্যি উন্নয়ন কার্যক্রম চালাত তাহলে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না। তারা বলছেন, মূলত ‘ফটোশুট’ করতেই হাসপাতালে যাচ্ছেন মোদি।
আজ মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর আগমনের খবরে সোমবার দিবাগত রাতে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। বেশ কয়েকজন মিলে হাসপাতাল চত্বরে ঝাড়ু-মোছার কাজ করেছেন। হাসপাতালের দেয়াল ও সিলিং নতুন রঙে ঝকঝকে করা হয়েছে। সেতু দুর্ঘটনায় আহতরা যে ওয়ার্ডে ভর্তি আছেন সেখানে তড়িঘড়ি করে নতুন চাদর বিছানো হয়েছে।
কংগ্রেস ও আম আদমি পার্টির নেতারা বলছেন, বিজেপি ‘ইভেন্ট ম্যানেজমেন্টে’ ব্যস্ত। তারা মোদির ‘ফটোশুট’ বাস্তবায়নের কাজ করছে।
টুইটারে কংগ্রেস লিখেছে, প্রধানমন্ত্রী মোদির আগমন উপলক্ষে হাসপাতালসজ্জার কাজ চলছে। মোদির ছবি যেন ভালো আসে সেই লক্ষ্যেই সকল আয়োজন। এতগুলো মানুষ মারা গেল এতে তাদের কোনো লজ্জা নেই। তারা ‘ইভেন্ট ম্যানেজমেন্টে’ ব্যস্ত।
আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৭ বছরে গুজরাটে যদি বিজেপি কাজ করত তাহলে মধ্যরাতে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না।
উল্লেখ্য, গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় মরবি জেলার মাচ্চু নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ওই সেতুটি ভেঙে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২৭ মিনিট আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
১ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
১ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১১ ঘণ্টা আগে