
এটিএম বুথে গিয়েছিল স্কুলের সরকারি স্কিমের টাকা তুলতে। কিন্তু সেখানে ওই ছাত্র যা দেখল, তা ঘুণাক্ষরেও ভাবেনি সে। এটিএম কার্ড ঘষতেই ওই স্কুলছাত্র দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কাতিহার জেলার একটি গ্রামে। এ ঘটনার পর ওই এটিএম বুথের সামনে ওই গ্রামের অনেকেই লাইন ধরেছে। সবারই আশা, হয়তো ছেলের মতো তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টেও জমা হবে হাজার কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুরুচরণ বিশ্বাস এবং ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আশীষ সরকারি স্কিমের টাকা উত্তর বিহার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলতে যায়। সেই টাকা তুলতে গিয়ে গুরুচরণ বিশ্বাস দেখে, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। আর আশীষের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬ কোটি ২ লাখ রুপি বা ৭ কোটি ১৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের প্রধানও। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই লেনদেন নিয়ে তদন্ত চালাচ্ছে ব্যাংকটি।
এ নিয়ে কাতিহার জেলা ম্যাজিস্ট্রেট উদয়ন মিশ্র বলেন, `আমি এ ঘটনার বিষয়ে শুনেছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমাদের জানিয়েছেন, কম্পিউটারাইজড সিস্টেমে ত্রুটি থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। এই টাকাগুলো ওই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা হয়নি, শুধু তাদের ব্যাংক স্টেটমেন্টে দেখিয়েছে।
তবে বিহারে এর আগেও বড় অঙ্কের টাকা ভুলে এক ব্যাংক গ্রাহকের একাউন্টে যাওয়ার ঘটনা ঘটেছে। রাজ্যটির পাটনায় ৫ লাখ রুপি বা ৫ লাখ ৮০ হাজার টাকা এক ব্যক্তির অ্যাকাউন্টে ভুলে চলে যায়। পরে সেই টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। ওই ব্যক্তি দাবি করেছিলেন, সরকারের পক্ষ থেকে ত্রাণ হিসেবে তিনি ওই টাকা পেয়েছিলেন।

এটিএম বুথে গিয়েছিল স্কুলের সরকারি স্কিমের টাকা তুলতে। কিন্তু সেখানে ওই ছাত্র যা দেখল, তা ঘুণাক্ষরেও ভাবেনি সে। এটিএম কার্ড ঘষতেই ওই স্কুলছাত্র দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কাতিহার জেলার একটি গ্রামে। এ ঘটনার পর ওই এটিএম বুথের সামনে ওই গ্রামের অনেকেই লাইন ধরেছে। সবারই আশা, হয়তো ছেলের মতো তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টেও জমা হবে হাজার কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুরুচরণ বিশ্বাস এবং ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আশীষ সরকারি স্কিমের টাকা উত্তর বিহার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলতে যায়। সেই টাকা তুলতে গিয়ে গুরুচরণ বিশ্বাস দেখে, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। আর আশীষের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬ কোটি ২ লাখ রুপি বা ৭ কোটি ১৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের প্রধানও। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই লেনদেন নিয়ে তদন্ত চালাচ্ছে ব্যাংকটি।
এ নিয়ে কাতিহার জেলা ম্যাজিস্ট্রেট উদয়ন মিশ্র বলেন, `আমি এ ঘটনার বিষয়ে শুনেছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমাদের জানিয়েছেন, কম্পিউটারাইজড সিস্টেমে ত্রুটি থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। এই টাকাগুলো ওই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা হয়নি, শুধু তাদের ব্যাংক স্টেটমেন্টে দেখিয়েছে।
তবে বিহারে এর আগেও বড় অঙ্কের টাকা ভুলে এক ব্যাংক গ্রাহকের একাউন্টে যাওয়ার ঘটনা ঘটেছে। রাজ্যটির পাটনায় ৫ লাখ রুপি বা ৫ লাখ ৮০ হাজার টাকা এক ব্যক্তির অ্যাকাউন্টে ভুলে চলে যায়। পরে সেই টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। ওই ব্যক্তি দাবি করেছিলেন, সরকারের পক্ষ থেকে ত্রাণ হিসেবে তিনি ওই টাকা পেয়েছিলেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৫ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৬ ঘণ্টা আগে