
ভারতীয় সংসদের উভয় কক্ষ আজ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। বিরোধীদের এই দাবির পরিপ্রেক্ষিতে সংসদ কার্যক্রম পুনরায় চালু হওয়া অনিশ্চিত রয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস জৈনকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এ অর্থ ভারতীয় সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কংগ্রেস দলের সংসদ সদস্য মানিকাম ঠাকুর বলেছেন, ‘আমরা চাই সংসদে এ বিষয়ে আলোচনা হোক। এটি তৃতীয় দিন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে উত্তর দাবি করছি।’

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আদানি গ্রুপকে সুরক্ষা দেওয়ার এবং ভারতের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে। তবে মোদি ও বিজেপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে।
সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি জানিয়েছে যে, আদানিকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল গত মঙ্গলবার বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে। তাকে নিজেকে রক্ষা করতে দিন। আমরা শিল্পপতিদের বিরুদ্ধে নই এবং তাদের জাতি গঠনে সহযোগী মনে করি।’

ভারতীয় সংসদের উভয় কক্ষ আজ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ৬২ বছর বয়সী গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। বিরোধীদের এই দাবির পরিপ্রেক্ষিতে সংসদ কার্যক্রম পুনরায় চালু হওয়া অনিশ্চিত রয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস জৈনকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এ অর্থ ভারতীয় সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
কংগ্রেস দলের সংসদ সদস্য মানিকাম ঠাকুর বলেছেন, ‘আমরা চাই সংসদে এ বিষয়ে আলোচনা হোক। এটি তৃতীয় দিন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে উত্তর দাবি করছি।’

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আদানি গ্রুপকে সুরক্ষা দেওয়ার এবং ভারতের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছে। তবে মোদি ও বিজেপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে।
সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি জানিয়েছে যে, আদানিকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল গত মঙ্গলবার বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে। তাকে নিজেকে রক্ষা করতে দিন। আমরা শিল্পপতিদের বিরুদ্ধে নই এবং তাদের জাতি গঠনে সহযোগী মনে করি।’

চীন একটি সরকারি প্রতিবেদনে দাবি করেছে, জাপান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে এবং গোপনে অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদনও করে থাকতে পারে। ৩০ পৃষ্ঠার এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, জাপানের তথাকথিত ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ঠেকাতে...
৩০ মিনিট আগে
ইরানের রাজপথে এখন শুধু স্লোগান নয়, ছড়িয়ে পড়ছে প্রতিবাদের নতুন নতুন ভাষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট, এক্স, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে— ইরানি নারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে সেই আগুনে সিগারেট ধরাচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইরানের টালমাটাল পরিস্থিতির মধ্যে দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার দ্য হিউ হিউইট শো নামে এক পডকাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি তাঁকে দেখেছি।
২ ঘণ্টা আগে
ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠী এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন সরাসরি সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। একই সঙ্গে বিদেশি চাপ বাড়তে থাকায় দেশটির ধর্মীয় শাসকগোষ্ঠী এক গভীর বৈধতার সংকটে পড়েছে।
২ ঘণ্টা আগে