
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। স্থলবন্দরটির বেশির ভাগ এক্সচেঞ্জ কাউন্টার খালি দেখা গেছে। ফুলবাড়ী বন্দর থেকে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চলে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফুলবাড়ির মানি এক্সচেঞ্জ কাউন্টার ব্যবসায়ী সঞ্জয় ঘোষ এএনআইকে বলেছেন, তাদের খাতের পরিস্থিতি খুবই শোচনীয়। কারণ, আগে যেসব ভারতীয়রা বাংলাদেশে যেতেন, তারা ছিলেন তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু এখন তারা এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন।
সঞ্জয় ঘোষণ বলেন, ‘এখন লোকজনকে বাংলাদেশের ভিসা দেওয়া হয় না। তাই আমাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড মহামারির আগে অনেক ব্যবসা ছিল। কোভিড পরবর্তী সময়ে একটু কমেছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর, ব্যবসা পুরোপুরি থেমে গেছে...আমরা চাই দেশটি ভালো অবস্থায় আসুক, যাতে আমরা ভালো থাকতে পারি এবং সেখানকার মানুষও ভালো থাকতে পারে।’
অপর এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী প্রদীপ সিংহ বলেন, ‘এখন আমাদের অবস্থা খুবই খারাপ। কারণ তারা আমাদের ভিসা দিচ্ছে না। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন মানুষ ভারত আসছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আমাদের ব্যবসা কেমন চলছে...পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই পরিস্থিতি আগের মতো হোক।’
চিকিৎসার জন্য ভারত যাওয়া বাংলাদেশি সাকলায়েন আহমেদ এএনআইকে বলেছেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় হাসপাতালগুলো নিয়েছে তা যেন প্রত্যাহার করা হয়। তিনি বলেন, ‘আমার নাম সাকলায়েন আহমেদ। আমি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারত এসেছি। এখানে চিকিৎসা খুব ভালো। অনেক স্থানে—যেমন বেঙ্গালুরু—বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হওয়া উচিত নয়। আমি বলতে চাই যে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত।’
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন এবং সেখানে তিনি বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারত-বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। স্থলবন্দরটির বেশির ভাগ এক্সচেঞ্জ কাউন্টার খালি দেখা গেছে। ফুলবাড়ী বন্দর থেকে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চলে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফুলবাড়ির মানি এক্সচেঞ্জ কাউন্টার ব্যবসায়ী সঞ্জয় ঘোষ এএনআইকে বলেছেন, তাদের খাতের পরিস্থিতি খুবই শোচনীয়। কারণ, আগে যেসব ভারতীয়রা বাংলাদেশে যেতেন, তারা ছিলেন তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু এখন তারা এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন।
সঞ্জয় ঘোষণ বলেন, ‘এখন লোকজনকে বাংলাদেশের ভিসা দেওয়া হয় না। তাই আমাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড মহামারির আগে অনেক ব্যবসা ছিল। কোভিড পরবর্তী সময়ে একটু কমেছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর, ব্যবসা পুরোপুরি থেমে গেছে...আমরা চাই দেশটি ভালো অবস্থায় আসুক, যাতে আমরা ভালো থাকতে পারি এবং সেখানকার মানুষও ভালো থাকতে পারে।’
অপর এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী প্রদীপ সিংহ বলেন, ‘এখন আমাদের অবস্থা খুবই খারাপ। কারণ তারা আমাদের ভিসা দিচ্ছে না। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন মানুষ ভারত আসছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আমাদের ব্যবসা কেমন চলছে...পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই পরিস্থিতি আগের মতো হোক।’
চিকিৎসার জন্য ভারত যাওয়া বাংলাদেশি সাকলায়েন আহমেদ এএনআইকে বলেছেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় হাসপাতালগুলো নিয়েছে তা যেন প্রত্যাহার করা হয়। তিনি বলেন, ‘আমার নাম সাকলায়েন আহমেদ। আমি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারত এসেছি। এখানে চিকিৎসা খুব ভালো। অনেক স্থানে—যেমন বেঙ্গালুরু—বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হওয়া উচিত নয়। আমি বলতে চাই যে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত।’
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন এবং সেখানে তিনি বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারত-বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১০ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১০ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১১ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১২ ঘণ্টা আগে