আজকের পত্রিকা ডেস্ক

ঋতুস্রাব বা পিরিয়ড নারীর জন্য স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু এটি পরিবার বা সমাজে স্বাভাবিক বিষয় হিসেবে জায়গা করে নিতে পারেনি। ঋতুস্রাবের কারণে নবরাত্রি পালন না করতে পেরে ভারতের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের ঝাঁসির ৩৬ বছর বয়সী প্রিয়াংশা সোনি নবরাত্রি ও দেবী দুর্গার পূজার পরিকল্পনা করেছিলেন। নবরাত্রির ৯০ দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্বামী মুকেশ সোনিকে দিয়ে পূজার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রও আনিয়ে নেন তিনি।
ফুল, ফল, মিষ্টি, প্রদীপ ও শস্য—সবকিছু নিয়ে পূজা করতে প্রস্তুত ছিলেন প্রিয়াংশা। কিন্তু নবরাত্রির প্রথম দিন গত ৩০ মার্চ ঋতুস্রাব শুরু হয় তাঁর। এক বছর ধরে এই দিনের অপেক্ষায় থাকা প্রিয়াংশা কষ্টে ভেঙে পড়েন।
প্রিয়াংশার স্বামী মুকেশ সোনি বলেন, ‘প্রিয়াংশা এক বছর ধরে নবরাত্রির জন্য অপেক্ষা করছিল। এখন যখন সবকিছু গুছিয়ে নিল, সে সময় ঋতুস্রাবের কারণে পূজা বা উপবাস করা সম্ভব হলো না। এ নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়, কীভাবে সবকিছু করা যাবে। তাঁকে বোঝালেও সে বুঝতে চায়নি। তাঁর হয়ে আমি সব পূজা-অর্চনা করে দিতে চেয়েছিলাম, তা-ও সে মন খারাপ করে ছিল।’
মুকেশ কাজের জন্য বের হলে প্রিয়াংশা আবার কান্নাকাটি শুরু করেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন মুকেশ। পরে বুঝিয়ে শান্ত করে আবার কর্মক্ষেত্রে গেলে সে সময় প্রিয়াংশা বিষপান করেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মুকেশ বলেন, ‘সে বলছিল, আমি ভুল করেছি।’
অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মুকেশ সোনি বলেন, ‘রাত আড়াইটার দিকে প্রিয়াংশার বমি শুরু হয়। পিঠে ব্যথা হচ্ছে বলতে থাকে। ভেবেছিলাম পিরিয়ডের কারণে। হাসপাতালে নিয়ে গেলাম। পরদিন দুপুরেও ভালো ছিল। দেড়টার কিছু সময় পর তাঁর জন্য জুস নিয়ে এসে দেখি, অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এর ১৫-২০ মিনিটের মধ্যে সে মারা যায়।’
প্রিয়াংশা-মুকেশ দম্পতির ৩ ও ২ বছর বয়সী দুটি কন্যাশিশু রয়েছে।
আরও খবর পড়ুন:

ঋতুস্রাব বা পিরিয়ড নারীর জন্য স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু এটি পরিবার বা সমাজে স্বাভাবিক বিষয় হিসেবে জায়গা করে নিতে পারেনি। ঋতুস্রাবের কারণে নবরাত্রি পালন না করতে পেরে ভারতের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের ঝাঁসির ৩৬ বছর বয়সী প্রিয়াংশা সোনি নবরাত্রি ও দেবী দুর্গার পূজার পরিকল্পনা করেছিলেন। নবরাত্রির ৯০ দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্বামী মুকেশ সোনিকে দিয়ে পূজার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রও আনিয়ে নেন তিনি।
ফুল, ফল, মিষ্টি, প্রদীপ ও শস্য—সবকিছু নিয়ে পূজা করতে প্রস্তুত ছিলেন প্রিয়াংশা। কিন্তু নবরাত্রির প্রথম দিন গত ৩০ মার্চ ঋতুস্রাব শুরু হয় তাঁর। এক বছর ধরে এই দিনের অপেক্ষায় থাকা প্রিয়াংশা কষ্টে ভেঙে পড়েন।
প্রিয়াংশার স্বামী মুকেশ সোনি বলেন, ‘প্রিয়াংশা এক বছর ধরে নবরাত্রির জন্য অপেক্ষা করছিল। এখন যখন সবকিছু গুছিয়ে নিল, সে সময় ঋতুস্রাবের কারণে পূজা বা উপবাস করা সম্ভব হলো না। এ নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়, কীভাবে সবকিছু করা যাবে। তাঁকে বোঝালেও সে বুঝতে চায়নি। তাঁর হয়ে আমি সব পূজা-অর্চনা করে দিতে চেয়েছিলাম, তা-ও সে মন খারাপ করে ছিল।’
মুকেশ কাজের জন্য বের হলে প্রিয়াংশা আবার কান্নাকাটি শুরু করেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন মুকেশ। পরে বুঝিয়ে শান্ত করে আবার কর্মক্ষেত্রে গেলে সে সময় প্রিয়াংশা বিষপান করেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মুকেশ বলেন, ‘সে বলছিল, আমি ভুল করেছি।’
অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মুকেশ সোনি বলেন, ‘রাত আড়াইটার দিকে প্রিয়াংশার বমি শুরু হয়। পিঠে ব্যথা হচ্ছে বলতে থাকে। ভেবেছিলাম পিরিয়ডের কারণে। হাসপাতালে নিয়ে গেলাম। পরদিন দুপুরেও ভালো ছিল। দেড়টার কিছু সময় পর তাঁর জন্য জুস নিয়ে এসে দেখি, অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এর ১৫-২০ মিনিটের মধ্যে সে মারা যায়।’
প্রিয়াংশা-মুকেশ দম্পতির ৩ ও ২ বছর বয়সী দুটি কন্যাশিশু রয়েছে।
আরও খবর পড়ুন:

স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
৬ মিনিট আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
৯ মিনিট আগে
২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৩ ঘণ্টা আগে