
গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১৪৫ জন নাগরিককে দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য ভিসা দিয়েছে ভারত। সাধারণত এসব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ হয় পাঁচ বছর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।
এ ধরনের দীর্ঘমেয়াদি ভিসা সাধারণত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রদান করা হয়, যাঁরা মূলত স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেন এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের চেষ্টা করেন। এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানি হিন্দু। তবে প্রতিবেশী এই তিন দেশের ছয়টি অমুসলিম সম্প্রদায়ের সদস্যরা—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান—পাঁচ বছরের দীর্ঘমেয়াদি ভিসার যোগ্য।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গত জুলাই মাসে ভারতের কারাগারে বন্দী ৩৬৬ জন পাকিস্তানি এবং ৮৬ জন মৎস্যজীবীর একটি তালিকা পাকিস্তানের কাঠে পাঠানো হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় পাকিস্তানি বন্দী এবং পাঁচ জেলেকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন, স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের শর্তগুলোর একটি হলো, আবেদনকারীকে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত ১১ বছর ভারতে থাকতে হবে, যার মধ্যে শেষ ১২ মাস ধারাবাহিকভাবে ভারতে থাকা আবশ্যক। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ‘সীমান্ত লোক সংগঠনের’ মতে, গত ছয় মাসে প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেছেন।
এদিকে, ভারতের রাজস্থান থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত চলাচল করা ‘থর এক্সপ্রেস’ পুনরায় চালুর দাবি করেছে ‘সীমান্ত লোক সংগঠন।’ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০-অনুচ্ছেদের অধীনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তান ট্রেনটি বন্ধ করে দেয়।

গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১৪৫ জন নাগরিককে দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য ভিসা দিয়েছে ভারত। সাধারণত এসব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ হয় পাঁচ বছর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।
এ ধরনের দীর্ঘমেয়াদি ভিসা সাধারণত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রদান করা হয়, যাঁরা মূলত স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেন এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের চেষ্টা করেন। এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানি হিন্দু। তবে প্রতিবেশী এই তিন দেশের ছয়টি অমুসলিম সম্প্রদায়ের সদস্যরা—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান—পাঁচ বছরের দীর্ঘমেয়াদি ভিসার যোগ্য।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গত জুলাই মাসে ভারতের কারাগারে বন্দী ৩৬৬ জন পাকিস্তানি এবং ৮৬ জন মৎস্যজীবীর একটি তালিকা পাকিস্তানের কাঠে পাঠানো হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় পাকিস্তানি বন্দী এবং পাঁচ জেলেকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন, স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের শর্তগুলোর একটি হলো, আবেদনকারীকে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত ১১ বছর ভারতে থাকতে হবে, যার মধ্যে শেষ ১২ মাস ধারাবাহিকভাবে ভারতে থাকা আবশ্যক। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ‘সীমান্ত লোক সংগঠনের’ মতে, গত ছয় মাসে প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেছেন।
এদিকে, ভারতের রাজস্থান থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত চলাচল করা ‘থর এক্সপ্রেস’ পুনরায় চালুর দাবি করেছে ‘সীমান্ত লোক সংগঠন।’ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০-অনুচ্ছেদের অধীনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তান ট্রেনটি বন্ধ করে দেয়।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪ ঘণ্টা আগে