
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ‘রাজ্য সংগীত’ বদলানোর প্রস্তাব দিয়েছেন এক নেতা। নাম তামিলার কাচ্চি বা আমার তামিল পার্টির নেতা সীমান প্রস্তাব দিয়েছেন, তাঁর দল ক্ষমতায় আসলে তামিলনাড়ুর রাজ্য সংগীত ‘তামিল থাই ভাস্তু’ পরিবর্তন করা হবে। গতকাল রোববার তিনি এই প্রস্তাব দেন। তাঁর এই প্রস্তাব রাজ্যের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে, তামিলনাড়ুর গভর্নর আরএন রবি সম্প্রতি ঘটে যাওয়া এক অনুষ্ঠানে ‘মিল থাই ভাস্তু’ থেকে থেকে ‘দ্রাবিড়ম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান। আর তা নিয়েই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। এই উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলেছে সীমানের বক্তব্য।
এরোদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সীমান এই বক্তব্য দেন। তাঁর কাছে, তামিলনাড়ুর রাজ্য সংগীত থেকে ‘থেক্কানামুম অধীর সিরান্ধা দ্রাবিড় দল থিরুনাদুম’—লাইনটি বাদ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। গভর্নরের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই লাইনটি বাদ দিয়েছিলেন গায়ক।
সীমান বলেন, এই গানটিকে যখন রাজ্য সংগীত হিসেবে বেছে নেওয়া হয় তখনই বেশ কয়েকটি লাইন বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘দুটি লাইন বাদ দেওয়ায় আপনারা বিরক্ত, কিন্তু আমি যখন ক্ষমতায় আসব, আমি পুরো গানটি বাদ দিয়ে দেব। তখন আপনি কী করবেন? এটি আমার দেশ।’
এ সময় সীমান ‘দ্রাবিড়ম’ শব্দের উৎপত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, এই গানে ব্যবহৃত দ্রাবিড়ম শব্দটি মূলত মনুস্মৃতি থেকে নেওয়া হয়েছে। এর এই শব্দটি সর্বপ্রথম পণ্ডিত কডওয়েলের লেখায় পাওয়া যায়। তাঁর মতে, এই শব্দটি দিয়ে মূলত ব্রাহ্মণদের বোঝানো হয়েছে যারা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে এসেছিলেন।
তামিল এই রাজনীতিবিদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পয়্যোমোঝি। তিনি তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করায় সীমানের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘তামিল রাজনৈতিক সহকর্মীর কাছ থেকে এই ধরনের মন্তব্য শোনা গভীরভাবে হতাশাজনক। এইভাবে কথা বলে সীমান তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করছেন।’
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের দূরদর্শন (তামিল) কার্যালয়ে অনুষ্ঠিত হিন্দি মাসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসাবধানতাবশত সংগীত আবৃত্তিকারী দলটি একটি লাইন এড়িয়ে যান। এই অনুষ্ঠানে রাজ্যপাল বা গভর্নর আরএন রবি উপস্থিত ছিলেন। এই ঘটনায় দূরদর্শন কেন্দ্র ক্ষমা চেয়েছে। গানের বাদ দেওয়া লাইনটি ছিল, ‘থেক্কানামুম আদিল সিরান্থ দ্রাবিড় নল থিরু নাদুম’। যা দাক্ষিণাত্যের দ্রাবিড় ভূমির মাহাত্ম্যকে বোঝায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই ইস্যুতে গভর্নরের কড়া সমালোচনা করেছে এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়ম’ লাইনটি এড়িয়ে যাওয়াকে তামিলনাড়ু এবং তামিল ভাষার অপমান বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে রবিকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছি দাবি জানান।
স্টালিন বলেন, ‘দ্রাবিড়ম শব্দটি মুছে ফেলা এবং তামিল থাই শুভেচ্ছা উচ্চারণ করা তামিলনাড়ুর আইনের পরিপন্থী! যে ব্যক্তি আইন অনুযায়ী না চলে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেন তিনি তাঁর পদে অধিষ্ঠিত থাকার যোগ্য নন। পুরো ভারতের মাহাত্ম্য উদ্যাপনের ছদ্মবেশে গভর্নর দেশের ঐক্য এবং এই ভূমিতে বসবাসকারী বিভিন্ন বর্ণের মানুষকে অপমান করছেন।’
তবে তামিলনাড়ুর গভর্নরের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গভর্নর আরএন রবি শুধু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়’ শব্দটি বাদ পড়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ‘রাজ্য সংগীত’ বদলানোর প্রস্তাব দিয়েছেন এক নেতা। নাম তামিলার কাচ্চি বা আমার তামিল পার্টির নেতা সীমান প্রস্তাব দিয়েছেন, তাঁর দল ক্ষমতায় আসলে তামিলনাড়ুর রাজ্য সংগীত ‘তামিল থাই ভাস্তু’ পরিবর্তন করা হবে। গতকাল রোববার তিনি এই প্রস্তাব দেন। তাঁর এই প্রস্তাব রাজ্যের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে, তামিলনাড়ুর গভর্নর আরএন রবি সম্প্রতি ঘটে যাওয়া এক অনুষ্ঠানে ‘মিল থাই ভাস্তু’ থেকে থেকে ‘দ্রাবিড়ম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান। আর তা নিয়েই শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। এই উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলেছে সীমানের বক্তব্য।
এরোদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সীমান এই বক্তব্য দেন। তাঁর কাছে, তামিলনাড়ুর রাজ্য সংগীত থেকে ‘থেক্কানামুম অধীর সিরান্ধা দ্রাবিড় দল থিরুনাদুম’—লাইনটি বাদ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন। গভর্নরের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই লাইনটি বাদ দিয়েছিলেন গায়ক।
সীমান বলেন, এই গানটিকে যখন রাজ্য সংগীত হিসেবে বেছে নেওয়া হয় তখনই বেশ কয়েকটি লাইন বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘দুটি লাইন বাদ দেওয়ায় আপনারা বিরক্ত, কিন্তু আমি যখন ক্ষমতায় আসব, আমি পুরো গানটি বাদ দিয়ে দেব। তখন আপনি কী করবেন? এটি আমার দেশ।’
এ সময় সীমান ‘দ্রাবিড়ম’ শব্দের উৎপত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, এই গানে ব্যবহৃত দ্রাবিড়ম শব্দটি মূলত মনুস্মৃতি থেকে নেওয়া হয়েছে। এর এই শব্দটি সর্বপ্রথম পণ্ডিত কডওয়েলের লেখায় পাওয়া যায়। তাঁর মতে, এই শব্দটি দিয়ে মূলত ব্রাহ্মণদের বোঝানো হয়েছে যারা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে এসেছিলেন।
তামিল এই রাজনীতিবিদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পয়্যোমোঝি। তিনি তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করায় সীমানের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘তামিল রাজনৈতিক সহকর্মীর কাছ থেকে এই ধরনের মন্তব্য শোনা গভীরভাবে হতাশাজনক। এইভাবে কথা বলে সীমান তামিল সংস্কৃতির মূলভাবকে অসম্মান করছেন।’
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের দূরদর্শন (তামিল) কার্যালয়ে অনুষ্ঠিত হিন্দি মাসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসাবধানতাবশত সংগীত আবৃত্তিকারী দলটি একটি লাইন এড়িয়ে যান। এই অনুষ্ঠানে রাজ্যপাল বা গভর্নর আরএন রবি উপস্থিত ছিলেন। এই ঘটনায় দূরদর্শন কেন্দ্র ক্ষমা চেয়েছে। গানের বাদ দেওয়া লাইনটি ছিল, ‘থেক্কানামুম আদিল সিরান্থ দ্রাবিড় নল থিরু নাদুম’। যা দাক্ষিণাত্যের দ্রাবিড় ভূমির মাহাত্ম্যকে বোঝায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই ইস্যুতে গভর্নরের কড়া সমালোচনা করেছে এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়ম’ লাইনটি এড়িয়ে যাওয়াকে তামিলনাড়ু এবং তামিল ভাষার অপমান বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে রবিকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছি দাবি জানান।
স্টালিন বলেন, ‘দ্রাবিড়ম শব্দটি মুছে ফেলা এবং তামিল থাই শুভেচ্ছা উচ্চারণ করা তামিলনাড়ুর আইনের পরিপন্থী! যে ব্যক্তি আইন অনুযায়ী না চলে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেন তিনি তাঁর পদে অধিষ্ঠিত থাকার যোগ্য নন। পুরো ভারতের মাহাত্ম্য উদ্যাপনের ছদ্মবেশে গভর্নর দেশের ঐক্য এবং এই ভূমিতে বসবাসকারী বিভিন্ন বর্ণের মানুষকে অপমান করছেন।’
তবে তামিলনাড়ুর গভর্নরের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গভর্নর আরএন রবি শুধু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং রাজ্য সংগীত থেকে ‘দ্রাবিড়’ শব্দটি বাদ পড়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে