
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গ অসন্তোষ ছড়িয়ে পড়লে ভারতের অন্যান্য রাজ্যেও এই অসন্তোষ ছড়িয়ে পড়বে। এ সময় অন্যান্য রাজ্যের কথা বলতে গিয়ে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কথাও উল্লেখ করেন।
আসামকে নিয়ে মন্তব্য করায় মমতার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। মমতার মন্তব্যকে ‘ব্যর্থতার রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি পাল্টা আঘাত করেছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কলকাতার মেয়ো রোডের অনুষ্ঠিত সভায় মমতা বলেছেন, ‘কেউ-কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র।’
এ সময় তিনি আরও বলেন, ‘মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্বও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওডিশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’
এই মন্তব্যের পরপরই এক টুইটে মমতাকে পালটা আক্রমণ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘দিদি, আপনার এত সাহস কীভাবে হলো যে, আপনি অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনি ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা আপনার মুখে শোভা পায় না।’
শুধু হিমন্তই নন, মমতার ওপর ক্ষোভ প্রকাশ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংও। তিনি বলেন, ‘উত্তর-পূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হয়? আমি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাই। তাঁকে প্রকাশ্যে উত্তর-পূর্ব এবং বাকিদের কাছে ক্ষমা চাইতে হবে।’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গ অসন্তোষ ছড়িয়ে পড়লে ভারতের অন্যান্য রাজ্যেও এই অসন্তোষ ছড়িয়ে পড়বে। এ সময় অন্যান্য রাজ্যের কথা বলতে গিয়ে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কথাও উল্লেখ করেন।
আসামকে নিয়ে মন্তব্য করায় মমতার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। মমতার মন্তব্যকে ‘ব্যর্থতার রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি পাল্টা আঘাত করেছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কলকাতার মেয়ো রোডের অনুষ্ঠিত সভায় মমতা বলেছেন, ‘কেউ-কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র।’
এ সময় তিনি আরও বলেন, ‘মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্বও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওডিশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’
এই মন্তব্যের পরপরই এক টুইটে মমতাকে পালটা আক্রমণ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘দিদি, আপনার এত সাহস কীভাবে হলো যে, আপনি অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনি ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা আপনার মুখে শোভা পায় না।’
শুধু হিমন্তই নন, মমতার ওপর ক্ষোভ প্রকাশ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংও। তিনি বলেন, ‘উত্তর-পূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হয়? আমি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাই। তাঁকে প্রকাশ্যে উত্তর-পূর্ব এবং বাকিদের কাছে ক্ষমা চাইতে হবে।’

প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে ভারতের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) প্রধান অভয় সিং চৌতালা।
৪২ মিনিট আগে
আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ভারতে বিতর্ক তুঙ্গে। শিবসেনার পর অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
১ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ ফুঁড়ে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। সেখানে অবস্থানরত আল–জাজিরার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলের ২০২৬ সিজনের জন্য শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ নিয়েছেন কংগ্রেস এমপি শশী থারুর।
১ ঘণ্টা আগে