আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক জোহরান মামদানি। গত মঙ্গলবার রাতে তাঁর এই জয়ের খবর চাউর হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয় নানা ইতিবাচক আলোচনা।
তবে নেতিবাচক আলোচনা বা মন্তব্য যে একেবারেই নেই, তা বলা যাবে না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিপক্ষ শিবিরের এই ৩৩ বছরের তরুণকে ‘কমিউনিস্ট’ ও ‘পাগল’ বলে গালাগাল দিয়েছেন। পিছিয়ে নেই ভারতের রাজনীতিবেরাও। বিজেপি হোক বা কংগ্রেস, কারও রোষানল থেকেই রেহাই পাচ্ছেন না মামদানি।
আজ বৃহস্পতিবার মামদানিকে একহাত দেখে নেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কঙ্গনা রনৌত। মামদানি সম্পর্কে তিনি বলেন, ‘তার কথাবার্তা শুনলে পাকিস্তানি বলেই বেশি মনে হয়, ভারতীয় নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপির সংসদ সদস্য কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) মা মীরা নায়ার। আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত।
‘প্রিয় ও খ্যাতনামা এই কন্যা জন্মেছেন এবং বড় হয়েছেন মহান ভারতে। এখন নিউইয়র্কে থাকেন। বিয়ে করেন বিখ্যাত লেখক মেহমুদ মামদানিকে (যিনি গুজরাটি বংশোদ্ভূত)। তাঁদের ছেলের নাম জোহরান—যার কথা শুনলে ভারতীয়র চেয়ে পাকিস্তানিই বেশি লাগে।’
পোস্টে কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) হিন্দু পরিচয় বা বংশের ধারা যা-ই হোক না কেন, এখন সে হিন্দুধর্ম নিশ্চিহ্ন করতে উদ্যত। আশ্চর্য! এমন উদাহরণ আরও আছে।
‘অন্য প্রসঙ্গে বলি, মীরাজির সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে। জোহরানের বাবা-মাকে অভিনন্দন।’
কঙ্গনার মন্তব্যের আগে আরেক ভারতীয় রাজনীতিক মামদানিকে তাঁর ‘ভারতবিরোধী’ অবস্থানের জন্য সমালোচনা করেন।
এ ছাড়া কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভি মার্কিন রাজনীতিক মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘ভারতের এমন মিত্রের প্রয়োজন নেই।’
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে অভিষেক মনু সিংভি বলেন, ‘জোহরান মামদানি যখন মুখ খোলেন, তখন পাকিস্তানের জনসংযোগ দল ছুটি নেয়। নিউইয়র্ক থেকে কল্পকাহিনি চিৎকার করে বলা—এমন মিত্র থাকলে ভারতের শত্রুর আর দরকার পড়ে না।’
নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারান জোহরান মামদানি।
আগামী ৪ নভেম্বর শহরটির মেয়র পদে নির্বাচন হবে।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক জোহরান মামদানি। গত মঙ্গলবার রাতে তাঁর এই জয়ের খবর চাউর হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয় নানা ইতিবাচক আলোচনা।
তবে নেতিবাচক আলোচনা বা মন্তব্য যে একেবারেই নেই, তা বলা যাবে না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিপক্ষ শিবিরের এই ৩৩ বছরের তরুণকে ‘কমিউনিস্ট’ ও ‘পাগল’ বলে গালাগাল দিয়েছেন। পিছিয়ে নেই ভারতের রাজনীতিবেরাও। বিজেপি হোক বা কংগ্রেস, কারও রোষানল থেকেই রেহাই পাচ্ছেন না মামদানি।
আজ বৃহস্পতিবার মামদানিকে একহাত দেখে নেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কঙ্গনা রনৌত। মামদানি সম্পর্কে তিনি বলেন, ‘তার কথাবার্তা শুনলে পাকিস্তানি বলেই বেশি মনে হয়, ভারতীয় নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপির সংসদ সদস্য কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) মা মীরা নায়ার। আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত।
‘প্রিয় ও খ্যাতনামা এই কন্যা জন্মেছেন এবং বড় হয়েছেন মহান ভারতে। এখন নিউইয়র্কে থাকেন। বিয়ে করেন বিখ্যাত লেখক মেহমুদ মামদানিকে (যিনি গুজরাটি বংশোদ্ভূত)। তাঁদের ছেলের নাম জোহরান—যার কথা শুনলে ভারতীয়র চেয়ে পাকিস্তানিই বেশি লাগে।’
পোস্টে কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) হিন্দু পরিচয় বা বংশের ধারা যা-ই হোক না কেন, এখন সে হিন্দুধর্ম নিশ্চিহ্ন করতে উদ্যত। আশ্চর্য! এমন উদাহরণ আরও আছে।
‘অন্য প্রসঙ্গে বলি, মীরাজির সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে। জোহরানের বাবা-মাকে অভিনন্দন।’
কঙ্গনার মন্তব্যের আগে আরেক ভারতীয় রাজনীতিক মামদানিকে তাঁর ‘ভারতবিরোধী’ অবস্থানের জন্য সমালোচনা করেন।
এ ছাড়া কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভি মার্কিন রাজনীতিক মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘ভারতের এমন মিত্রের প্রয়োজন নেই।’
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে অভিষেক মনু সিংভি বলেন, ‘জোহরান মামদানি যখন মুখ খোলেন, তখন পাকিস্তানের জনসংযোগ দল ছুটি নেয়। নিউইয়র্ক থেকে কল্পকাহিনি চিৎকার করে বলা—এমন মিত্র থাকলে ভারতের শত্রুর আর দরকার পড়ে না।’
নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারান জোহরান মামদানি।
আগামী ৪ নভেম্বর শহরটির মেয়র পদে নির্বাচন হবে।
আরও খবর পড়ুন:

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৪ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৪ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৮ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১০ ঘণ্টা আগে