আজকের পত্রিকা ডেস্ক

ইরানের সঙ্গে ১২ দিনের আকাশযুদ্ধ শেষে গতকাল মঙ্গলবার ভোরে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় ৩৯ হাজার আবেদন পেয়েছে।
ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরোনোতের বরাতে আজ বুধবার আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি আবেদন।
দৈনিকটির ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি।
ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই ২৪ হাজার ৯৩২টি এবং দক্ষিণের শহর আশকেলন থেকে ১০ হাজার ৭৯৩টি দাবি জমা পড়েছে।
তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি।
১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যদিও তেহরান তা জোরালোভাবে অস্বীকার করেছে।
তবে ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত রোববার যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
অবশেষে ১২ দিনের এই আকাশযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হয়।
আরও খবর পড়ুন:

ইরানের সঙ্গে ১২ দিনের আকাশযুদ্ধ শেষে গতকাল মঙ্গলবার ভোরে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় ৩৯ হাজার আবেদন পেয়েছে।
ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরোনোতের বরাতে আজ বুধবার আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি আবেদন।
দৈনিকটির ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি।
ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই ২৪ হাজার ৯৩২টি এবং দক্ষিণের শহর আশকেলন থেকে ১০ হাজার ৭৯৩টি দাবি জমা পড়েছে।
তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি।
১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যদিও তেহরান তা জোরালোভাবে অস্বীকার করেছে।
তবে ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত রোববার যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
অবশেষে ১২ দিনের এই আকাশযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হয়।
আরও খবর পড়ুন:

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১৭ মিনিট আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২৮ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে