
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন। দেশটির জাতীয় জ্বালানি কোম্পানি আজ বৃহস্পতিবার তাদের নাগরিকদের ‘সবকিছু চার্জ’ করার আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার আবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত হানে। ১০ অক্টোবর থেকে এই ধরনের হামলা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশে টানা চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ কারণে ফোন, পাওয়ার ব্যাঙ্ক, টর্চ এবং ব্যাটারি চার্জ করার আহ্বান জানান হয়েছে ।এ ছাড়া, অপারেটরটি ইউক্রেনীয়দের জল মজুতের কথাও বলা হয়েছে।
এর আগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন যে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনারগো বলেছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে পূর্ববর্তী সময়ের তুলনায় গত ১০ দিনে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বেশি হামলা হয়েছে।
গতকাল ইউক্রেনারগো সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, আগামীকাল (বৃহস্পতিবার) আমরা নিয়ন্ত্রিত, খরচ বিধিনিষেধ প্রয়োগ ও একটি সুষম উপায়ে সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করব।
ইউক্রেনারগো বলেছে, বিধিনিষেধগুলি সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউক্রেন জুড়ে প্রয়োগ করা যেতে পারে। এ ছাড়া কর্তৃপক্ষ ইউক্রেনীয়দের সন্ধ্যায় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে।
দেশটির নাগরিকদের উদ্দেশে ইউক্রেনারগো বলেছেন, ‘আবহাওয়া ঠান্ডা হলে আমরা আপনার সাহায্য চাইব না এটা বলতে পারি না।’
ইতিমধ্যে রাজধানী কিয়েভের কিছু অংশ এবং ইউক্রেনের অনেক অঞ্চল বিক্ষিপ্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিমে লভিভের মতো শহরগুলিসহ পুরো ইউক্রেন জুড়ে অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন। দেশটির জাতীয় জ্বালানি কোম্পানি আজ বৃহস্পতিবার তাদের নাগরিকদের ‘সবকিছু চার্জ’ করার আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার আবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত হানে। ১০ অক্টোবর থেকে এই ধরনের হামলা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশে টানা চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ কারণে ফোন, পাওয়ার ব্যাঙ্ক, টর্চ এবং ব্যাটারি চার্জ করার আহ্বান জানান হয়েছে ।এ ছাড়া, অপারেটরটি ইউক্রেনীয়দের জল মজুতের কথাও বলা হয়েছে।
এর আগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন যে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনারগো বলেছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে পূর্ববর্তী সময়ের তুলনায় গত ১০ দিনে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বেশি হামলা হয়েছে।
গতকাল ইউক্রেনারগো সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, আগামীকাল (বৃহস্পতিবার) আমরা নিয়ন্ত্রিত, খরচ বিধিনিষেধ প্রয়োগ ও একটি সুষম উপায়ে সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করব।
ইউক্রেনারগো বলেছে, বিধিনিষেধগুলি সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউক্রেন জুড়ে প্রয়োগ করা যেতে পারে। এ ছাড়া কর্তৃপক্ষ ইউক্রেনীয়দের সন্ধ্যায় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে।
দেশটির নাগরিকদের উদ্দেশে ইউক্রেনারগো বলেছেন, ‘আবহাওয়া ঠান্ডা হলে আমরা আপনার সাহায্য চাইব না এটা বলতে পারি না।’
ইতিমধ্যে রাজধানী কিয়েভের কিছু অংশ এবং ইউক্রেনের অনেক অঞ্চল বিক্ষিপ্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিমে লভিভের মতো শহরগুলিসহ পুরো ইউক্রেন জুড়ে অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
১ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
২ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
৩ ঘণ্টা আগে