
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারশিয়াল মোবিলাইজেশন ঘোষণার মাধ্যমে ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ইউক্রেনের যুদ্ধে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে বড় একটি অংশকে যুদ্ধের জন্য উপযুক্ত বিবেচিত না হওয়ায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ সৈন্যরা উপযুক্ত না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে না পারায় খাবারোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসককে অপসারণ করা হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ওই অঞ্চলের গভর্নর মিখাইল দেগতাইরেভ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সেপ্টেম্বরের ২১ তারিখ ভ্লাদিমির পুতিন এই পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কর্তৃক এই প্রথমবার পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনো প্রয়োজনীয় কোটা নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে দেগতাইরেভ বলেছেন, ঘোষণার ১০ দিনের মধ্যেই নির্দিষ্টসংখ্যক সৈন্যের তালিকা করার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় দেগতাইরেভ আরও বলেছেন, ‘যারা এসেছিল তাদের প্রায় অর্ধেকই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ফেরত পাঠানো হয়েছে।’ তিনি জানিয়েছেন, তাঁর অঞ্চলের সামরিক প্রশাসককে অপসারণ করা হয়েছে। তবে তাঁর অপসারণ মোবিলাইজেশন প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।
এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা স্থানীয় সময় আজ সোমবার চুক্তি অনুমোদন করে। ডুমায় ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ায় যোগদানের বিষয়ে করা চুক্তিটি সর্বসম্মতভাবে পাশ হয়। অধিবেশনে রাশিয়ার সব স্টেট ডেপুটি উপস্থিত ছিলেন এবং সবাই এই চুক্তি পাসের পক্ষে রায় দেন।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারশিয়াল মোবিলাইজেশন ঘোষণার মাধ্যমে ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ইউক্রেনের যুদ্ধে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে বড় একটি অংশকে যুদ্ধের জন্য উপযুক্ত বিবেচিত না হওয়ায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ সৈন্যরা উপযুক্ত না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে না পারায় খাবারোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসককে অপসারণ করা হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ওই অঞ্চলের গভর্নর মিখাইল দেগতাইরেভ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সেপ্টেম্বরের ২১ তারিখ ভ্লাদিমির পুতিন এই পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কর্তৃক এই প্রথমবার পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনো প্রয়োজনীয় কোটা নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে দেগতাইরেভ বলেছেন, ঘোষণার ১০ দিনের মধ্যেই নির্দিষ্টসংখ্যক সৈন্যের তালিকা করার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় দেগতাইরেভ আরও বলেছেন, ‘যারা এসেছিল তাদের প্রায় অর্ধেকই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ফেরত পাঠানো হয়েছে।’ তিনি জানিয়েছেন, তাঁর অঞ্চলের সামরিক প্রশাসককে অপসারণ করা হয়েছে। তবে তাঁর অপসারণ মোবিলাইজেশন প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।
এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা স্থানীয় সময় আজ সোমবার চুক্তি অনুমোদন করে। ডুমায় ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ায় যোগদানের বিষয়ে করা চুক্তিটি সর্বসম্মতভাবে পাশ হয়। অধিবেশনে রাশিয়ার সব স্টেট ডেপুটি উপস্থিত ছিলেন এবং সবাই এই চুক্তি পাসের পক্ষে রায় দেন।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৮ ঘণ্টা আগে