
ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার দিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘স্বাধীন দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছি।’ তিন আরও বলেন, ‘আমরা দেখেছি কারা আমাদের হুমকি দিচ্ছে, কারা আমাদের হত্যা এবং পঙ্গু করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবং আমরা জানি কারা তাদের সীমান্ত বর্ধিত করতে বর্বরতা চালাতেও দ্বিধা করে না।’
ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তকরণের ঘোষণা দিয়েছেন, জেলেনস্কি ভাষণে সেগুলো মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চারটি অঞ্চলের আনুষ্ঠানিক সংযুক্তকরণ চুক্তি স্বাক্ষরের পর চুক্তিটিকে আলোচনার বাইরে এবং চিরস্থায়ী বলে আখ্যা দিয়েছেন পুতিন। চুক্তির অনুষ্ঠানে দেওয়া ভাষণে গত সপ্তাহে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনে অনুষ্ঠিত গণভোটের উল্লেখ করে পুতিন বলেন, ‘ইউক্রেন কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের ইচ্ছার অভিব্যক্তিকে সম্মান করতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভূমি রক্ষা করব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা সবকিছুই করব।’
পুতিন তাঁর ভাষণে ইউক্রেনের প্রতি অবিলম্বে সমস্ত সামরিক পদক্ষেপ ও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যে যুদ্ধ তারা ২০১৪ সালে শুরু করেছিল, সেই যুদ্ধ বন্ধে কিয়েভকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। আমরা এর জন্য পথ খোলা রেখেছি এবং আমরা এটি বহুবার বলেছি।’

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার দিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘স্বাধীন দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছি।’ তিন আরও বলেন, ‘আমরা দেখেছি কারা আমাদের হুমকি দিচ্ছে, কারা আমাদের হত্যা এবং পঙ্গু করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবং আমরা জানি কারা তাদের সীমান্ত বর্ধিত করতে বর্বরতা চালাতেও দ্বিধা করে না।’
ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তকরণের ঘোষণা দিয়েছেন, জেলেনস্কি ভাষণে সেগুলো মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চারটি অঞ্চলের আনুষ্ঠানিক সংযুক্তকরণ চুক্তি স্বাক্ষরের পর চুক্তিটিকে আলোচনার বাইরে এবং চিরস্থায়ী বলে আখ্যা দিয়েছেন পুতিন। চুক্তির অনুষ্ঠানে দেওয়া ভাষণে গত সপ্তাহে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনে অনুষ্ঠিত গণভোটের উল্লেখ করে পুতিন বলেন, ‘ইউক্রেন কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের ইচ্ছার অভিব্যক্তিকে সম্মান করতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভূমি রক্ষা করব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা সবকিছুই করব।’
পুতিন তাঁর ভাষণে ইউক্রেনের প্রতি অবিলম্বে সমস্ত সামরিক পদক্ষেপ ও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যে যুদ্ধ তারা ২০১৪ সালে শুরু করেছিল, সেই যুদ্ধ বন্ধে কিয়েভকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। আমরা এর জন্য পথ খোলা রেখেছি এবং আমরা এটি বহুবার বলেছি।’

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৫ ঘণ্টা আগে