রাশিয়া-ইউক্রেন মধ্যকার চলমান সংকট সমাধানে সোমবার বেলারুশে তৃতীয় দফায় বৈঠকে বসেছিল দেশ দুটির প্রতিনিধিরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভ-মস্কোর তৃতীয় দফা বৈঠকে সংঘাত কমানোর বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে।
বৈঠক শেষে ইউক্রেনের এক প্রতিনিধি বলেছেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু অন্যান্য বিষয়গুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি।
রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সহজ ছিল না। আগামীকাল থেকে মানবিক করিডরগুলো স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে।’
খুব শিগগিরই চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন রুশ আলোচক লিওনিড স্লাটস্কি।
এর আগে দুই দফায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসেন। সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার।
ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্টালিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের একটি কূটনৈতিক ফোরামের আলোচনার পর সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার আন্টালিয়াতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসব।’
এক টুইটে কাভুসোগলু বলেন, ‘রাষ্ট্রপতি এরদোয়ানের উদ্যোগ ও আমাদের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলাফলস্বরূপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আমাদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।’

কংগ্রেসে পাঠানো বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, এসব নথি ২০ বছরের বেশি সময়জুড়ে বিভিন্ন মূল উৎস থেকে নেওয়া। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা ও নিউইয়র্কে এপস্টেইনের বিরুদ্ধে মামলা, গিলেইন ম্যাক্সওয়েলের বিচার, এপস্টেইনের মৃত্যুর তদন্ত এবং একাধিক এফবিআই তদন্ত।
৩ ঘণ্টা আগে
সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ১৯৩টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলক চাঁদা পরিশোধ করতে হবে, তা না হলে আর্থিক নিয়মকাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ ছাড়া ধস ঠেকানো যাবে না।
৪ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, বিএটির এই গোপন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪১৮ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়েছে।
৫ ঘণ্টা আগে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৬৬২ জন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও নিহত হয়েছেন আরও ৪৮৮ জন।
৫ ঘণ্টা আগে