
ইউরোপে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গতকাল বুধবার করোনার সংক্রমণ ইউরোপের কিছু অংশে রেকর্ড ভেঙেছে। মহাদেশটি আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠছে। এর ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা টিকার বুস্টার ডোজ আরও সম্প্রসারিত করার জন্য পরামর্শ দিচ্ছে।
প্রতিদিন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ ছাড়া ইউরোপে শীত বাড়ছে এবং সামনে বড়দিনের কারণে মানুষ বাড়ির ভেতরে জড়ো হচ্ছে। এর ফলে করোনা ছড়ানোর একটি উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। এতে করোনা সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে।
গতকাল বুধবার স্লোভাকিয়ায় সর্বোচ্চ দৈনিক করোনা শনাক্ত হওয়ায় সরকার দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং ইউরোপিয়ান ইউনিয়ন পাবলিক হেলথ এজেন্সি, শুধুমাত্র যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তারা এখন ৪০ বছরের বেশি বয়সীদের জন্য অগ্রাধিকারসহ, সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল বুধবার ইসিডিসি বলেছে, ইসরাইল এবং যুক্তরাজ্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, স্বল্প মেয়াদে সব বয়সীদের একটি বুস্টার ডোজ দেওয়ার ফলে সংক্রমণ এবং ঝুঁকি কমবে।
ইসিডিসির প্রধান আন্দ্রেয়া অ্যামন বলেছেন, বুস্টার ডোজের ফলে সংক্রমণের হার কমবে। এ ছাড়া এটি অতিরিক্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাবে।
উল্লেখ্য, এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। সুইডেন ধীরে ধীরে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ চালু করবে বলে জানিয়েছে সে দেশে স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে বুস্টার ডোজ ৬৫ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হয়েছে। এটি সব বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।

ইউরোপে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গতকাল বুধবার করোনার সংক্রমণ ইউরোপের কিছু অংশে রেকর্ড ভেঙেছে। মহাদেশটি আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠছে। এর ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা টিকার বুস্টার ডোজ আরও সম্প্রসারিত করার জন্য পরামর্শ দিচ্ছে।
প্রতিদিন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ ছাড়া ইউরোপে শীত বাড়ছে এবং সামনে বড়দিনের কারণে মানুষ বাড়ির ভেতরে জড়ো হচ্ছে। এর ফলে করোনা ছড়ানোর একটি উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। এতে করোনা সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে।
গতকাল বুধবার স্লোভাকিয়ায় সর্বোচ্চ দৈনিক করোনা শনাক্ত হওয়ায় সরকার দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং ইউরোপিয়ান ইউনিয়ন পাবলিক হেলথ এজেন্সি, শুধুমাত্র যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তারা এখন ৪০ বছরের বেশি বয়সীদের জন্য অগ্রাধিকারসহ, সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল বুধবার ইসিডিসি বলেছে, ইসরাইল এবং যুক্তরাজ্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, স্বল্প মেয়াদে সব বয়সীদের একটি বুস্টার ডোজ দেওয়ার ফলে সংক্রমণ এবং ঝুঁকি কমবে।
ইসিডিসির প্রধান আন্দ্রেয়া অ্যামন বলেছেন, বুস্টার ডোজের ফলে সংক্রমণের হার কমবে। এ ছাড়া এটি অতিরিক্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাবে।
উল্লেখ্য, এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। সুইডেন ধীরে ধীরে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ চালু করবে বলে জানিয়েছে সে দেশে স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে বুস্টার ডোজ ৬৫ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হয়েছে। এটি সব বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।

ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
৩ ঘণ্টা আগে