
ইউরোপে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গতকাল বুধবার করোনার সংক্রমণ ইউরোপের কিছু অংশে রেকর্ড ভেঙেছে। মহাদেশটি আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠছে। এর ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা টিকার বুস্টার ডোজ আরও সম্প্রসারিত করার জন্য পরামর্শ দিচ্ছে।
প্রতিদিন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ ছাড়া ইউরোপে শীত বাড়ছে এবং সামনে বড়দিনের কারণে মানুষ বাড়ির ভেতরে জড়ো হচ্ছে। এর ফলে করোনা ছড়ানোর একটি উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। এতে করোনা সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে।
গতকাল বুধবার স্লোভাকিয়ায় সর্বোচ্চ দৈনিক করোনা শনাক্ত হওয়ায় সরকার দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং ইউরোপিয়ান ইউনিয়ন পাবলিক হেলথ এজেন্সি, শুধুমাত্র যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তারা এখন ৪০ বছরের বেশি বয়সীদের জন্য অগ্রাধিকারসহ, সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল বুধবার ইসিডিসি বলেছে, ইসরাইল এবং যুক্তরাজ্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, স্বল্প মেয়াদে সব বয়সীদের একটি বুস্টার ডোজ দেওয়ার ফলে সংক্রমণ এবং ঝুঁকি কমবে।
ইসিডিসির প্রধান আন্দ্রেয়া অ্যামন বলেছেন, বুস্টার ডোজের ফলে সংক্রমণের হার কমবে। এ ছাড়া এটি অতিরিক্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাবে।
উল্লেখ্য, এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। সুইডেন ধীরে ধীরে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ চালু করবে বলে জানিয়েছে সে দেশে স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে বুস্টার ডোজ ৬৫ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হয়েছে। এটি সব বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।

ইউরোপে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গতকাল বুধবার করোনার সংক্রমণ ইউরোপের কিছু অংশে রেকর্ড ভেঙেছে। মহাদেশটি আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠছে। এর ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা টিকার বুস্টার ডোজ আরও সম্প্রসারিত করার জন্য পরামর্শ দিচ্ছে।
প্রতিদিন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ ছাড়া ইউরোপে শীত বাড়ছে এবং সামনে বড়দিনের কারণে মানুষ বাড়ির ভেতরে জড়ো হচ্ছে। এর ফলে করোনা ছড়ানোর একটি উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। এতে করোনা সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে।
গতকাল বুধবার স্লোভাকিয়ায় সর্বোচ্চ দৈনিক করোনা শনাক্ত হওয়ায় সরকার দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং ইউরোপিয়ান ইউনিয়ন পাবলিক হেলথ এজেন্সি, শুধুমাত্র যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তারা এখন ৪০ বছরের বেশি বয়সীদের জন্য অগ্রাধিকারসহ, সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল বুধবার ইসিডিসি বলেছে, ইসরাইল এবং যুক্তরাজ্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, স্বল্প মেয়াদে সব বয়সীদের একটি বুস্টার ডোজ দেওয়ার ফলে সংক্রমণ এবং ঝুঁকি কমবে।
ইসিডিসির প্রধান আন্দ্রেয়া অ্যামন বলেছেন, বুস্টার ডোজের ফলে সংক্রমণের হার কমবে। এ ছাড়া এটি অতিরিক্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাবে।
উল্লেখ্য, এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। সুইডেন ধীরে ধীরে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ চালু করবে বলে জানিয়েছে সে দেশে স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে বুস্টার ডোজ ৬৫ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হয়েছে। এটি সব বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
৭ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে