
আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। স্থানীয় সময় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিম আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুযায়ী, পাইপলাইনটির মেরামত কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাজপ্রম বিবৃতিতে বলেছে, ‘প্রতি ১০০০ ঘণ্টা পরপর পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং এ কারণেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার তরফ থেকে এই সরবরাহ বন্ধ এরই মধ্যে গ্যাস সংকটে থাকা ইউরোপে গ্যাসের সংকটকে আরও তীব্র করবে।
এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে আসন্ন শীতে তীব্র গ্যাস সংকটের শুরু হতে যাচ্ছে। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন।
এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। স্থানীয় সময় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিম আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুযায়ী, পাইপলাইনটির মেরামত কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাজপ্রম বিবৃতিতে বলেছে, ‘প্রতি ১০০০ ঘণ্টা পরপর পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং এ কারণেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার তরফ থেকে এই সরবরাহ বন্ধ এরই মধ্যে গ্যাস সংকটে থাকা ইউরোপে গ্যাসের সংকটকে আরও তীব্র করবে।
এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে আসন্ন শীতে তীব্র গ্যাস সংকটের শুরু হতে যাচ্ছে। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন।
এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার

দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১৮ মিনিট আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
১ ঘণ্টা আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
২ ঘণ্টা আগে