
বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সডনিস্ট্রিয়া নিয়ে রাশিয়া ও পার্শ্ববর্তী দেশ মলদোভার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এরই জের ধরে এক বিবৃতিতে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গণতন্ত্র নিয়ে জ্ঞান দেওয়ার কোনো অধিকার রাশিয়ার নেই। বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সডনিস্ট্রিয়া মস্কোর সহযোগিতা চাওয়ার পর এই বিবৃতি এল।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মলদোভ সরকার কিয়েভের পথ অনুসরণ করছে। মলদোভা সরকারের সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় মস্কোর সাহায্য চায় ট্রান্সডনিস্ট্রিয়া অঞ্চলটি। তবে এমন দাবিকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেছে মলদোভা।
গতকাল শনিবার বিবৃতিতে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মন্ত্রী লাভরভ এবং ক্রেমলিন সরকারের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পর্কে বক্তৃতা দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। যে দেশ বিরোধী রাজনীতিকদের কারারুদ্ধ করে, হত্যা করে, অযৌক্তিকভাবে প্রতিবেশীদের ওপর হামলা চালায়, সে দেশের রক্ত আর ব্যথা ছাড়া বিশ্বকে দেওয়ার মতো কিছুই নেই।’
ক্রেমলিনের রক্তচক্ষু উপেক্ষা করেই গতকাল শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির সমাধিতে ফুল দিতে সারি বেঁধে দাঁড়ায় রুশরা। গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার কারাগারে মৃত্যু হয় ৪৭ বছর বয়সী নাভালনির। যদিও সমর্থকদের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়, বরং তাঁকে হত্যা করা হয়েছে।
মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দুই বছর পরই নাভালনির মৃত্যু হয়। নিকট ভবিষ্যতেও এই যুদ্ধের সমাপ্তি দেখতে পাচ্ছেন না বিশ্লেষকেরা।
ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে মস্কো ট্রান্সডনিস্ট্রিয়ায়ও একই হামলা চালাতে পারে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন এ অঞ্চলে প্রায় ২ লাখ ২০ হাজার রুশ নাগরিকের বাস বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চিসিনাউ সরকার ইউরোপপন্থী পথ অবলম্বন করার পর থেকেই মলদোভা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে। এমনকি দেশটি মস্কোর বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ করেছে।
বিবৃতিতে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘আমরা একটি ইউরোপীয় ভবিষ্যৎ গড়ে তুলছি, যাতে ভাষা-জাতিনির্বিশেষে আমাদের সব নাগরিক শান্তি ও সমৃদ্ধিতে বাস করতে পারে।’

বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সডনিস্ট্রিয়া নিয়ে রাশিয়া ও পার্শ্ববর্তী দেশ মলদোভার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এরই জের ধরে এক বিবৃতিতে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গণতন্ত্র নিয়ে জ্ঞান দেওয়ার কোনো অধিকার রাশিয়ার নেই। বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সডনিস্ট্রিয়া মস্কোর সহযোগিতা চাওয়ার পর এই বিবৃতি এল।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মলদোভ সরকার কিয়েভের পথ অনুসরণ করছে। মলদোভা সরকারের সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় মস্কোর সাহায্য চায় ট্রান্সডনিস্ট্রিয়া অঞ্চলটি। তবে এমন দাবিকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেছে মলদোভা।
গতকাল শনিবার বিবৃতিতে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মন্ত্রী লাভরভ এবং ক্রেমলিন সরকারের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পর্কে বক্তৃতা দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। যে দেশ বিরোধী রাজনীতিকদের কারারুদ্ধ করে, হত্যা করে, অযৌক্তিকভাবে প্রতিবেশীদের ওপর হামলা চালায়, সে দেশের রক্ত আর ব্যথা ছাড়া বিশ্বকে দেওয়ার মতো কিছুই নেই।’
ক্রেমলিনের রক্তচক্ষু উপেক্ষা করেই গতকাল শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির সমাধিতে ফুল দিতে সারি বেঁধে দাঁড়ায় রুশরা। গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার কারাগারে মৃত্যু হয় ৪৭ বছর বয়সী নাভালনির। যদিও সমর্থকদের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়, বরং তাঁকে হত্যা করা হয়েছে।
মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দুই বছর পরই নাভালনির মৃত্যু হয়। নিকট ভবিষ্যতেও এই যুদ্ধের সমাপ্তি দেখতে পাচ্ছেন না বিশ্লেষকেরা।
ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে মস্কো ট্রান্সডনিস্ট্রিয়ায়ও একই হামলা চালাতে পারে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন এ অঞ্চলে প্রায় ২ লাখ ২০ হাজার রুশ নাগরিকের বাস বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চিসিনাউ সরকার ইউরোপপন্থী পথ অবলম্বন করার পর থেকেই মলদোভা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটা শুরু হয়েছে। এমনকি দেশটি মস্কোর বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ করেছে।
বিবৃতিতে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘আমরা একটি ইউরোপীয় ভবিষ্যৎ গড়ে তুলছি, যাতে ভাষা-জাতিনির্বিশেষে আমাদের সব নাগরিক শান্তি ও সমৃদ্ধিতে বাস করতে পারে।’

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৫ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৮ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে