
ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া হবে ৫০০ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনকে যুক্তরাজ্যের দেওয়া সহায়তার পরিমাণ ২৬৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা হিসেবে দিতে যাচ্ছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অর্থমন্ত্রীরা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর চলতি মাসে এই ঋণ ইউরোপীয় কাউন্সিলের অনুমোদন পেল। ইউক্রেনকে পরবর্তী ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইউক্রেনের সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার দ্বিতীয় ধাপ। দেশটির তাৎক্ষণিক অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী ও পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নিতেই এই সহায়তা।’ গত জুলাই মাসে ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনকে এই একই প্যাকেজের আওতায় ১০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা শিগগিরই পাওয়া গেলেও যুক্তরাজ্যের সহায়তা কবে নাগাদ পাওয়া যাবে সেই বিষয়ে স্পষ্ট নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনে ব্রিটিশ সহায়তা ২৬৩ কোটি ডলার কিংবা তার চেয়েও বেশি পরিমাণে হবে।
এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছিলেন, ‘যুক্তরাজ্য প্রতিটি পদক্ষেপে আপনাদের পেছনে থাকবে।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ইউক্রেনের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ট্রাস এই কথা বলেন।

ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া হবে ৫০০ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনকে যুক্তরাজ্যের দেওয়া সহায়তার পরিমাণ ২৬৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা হিসেবে দিতে যাচ্ছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অর্থমন্ত্রীরা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর চলতি মাসে এই ঋণ ইউরোপীয় কাউন্সিলের অনুমোদন পেল। ইউক্রেনকে পরবর্তী ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইউক্রেনের সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার দ্বিতীয় ধাপ। দেশটির তাৎক্ষণিক অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী ও পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নিতেই এই সহায়তা।’ গত জুলাই মাসে ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনকে এই একই প্যাকেজের আওতায় ১০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা শিগগিরই পাওয়া গেলেও যুক্তরাজ্যের সহায়তা কবে নাগাদ পাওয়া যাবে সেই বিষয়ে স্পষ্ট নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনে ব্রিটিশ সহায়তা ২৬৩ কোটি ডলার কিংবা তার চেয়েও বেশি পরিমাণে হবে।
এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছিলেন, ‘যুক্তরাজ্য প্রতিটি পদক্ষেপে আপনাদের পেছনে থাকবে।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ইউক্রেনের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ট্রাস এই কথা বলেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
১৫ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
৪০ মিনিট আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
২ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে