
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া দোনবাসের নিয়ন্ত্রণ নিতে পারলে আবারও কিয়েভ আক্রমণ করতে পারে। রাশিয়ার পুনর্নির্ধারিত লক্ষ্য অনুযায়ী দেশটির সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলে এমনটা ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘যদি দোনবাসে আমাদের বাহিনী তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম না হয় তবে কিয়েভ ও কিয়েভের আশপাশের এলাকায় আশপাশে আবারও রুশ আক্রমণের সম্ভাবনা রয়েছে।’
এর আগে, রাশিয়া ইউক্রেনের রাজধানী দখলে ব্যর্থ হয় এবং কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। সেসময় দেশটি দাবি করেছিল যে, তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ এর প্রথম ধাপটি সম্পন্ন এবং তাদের পরবর্তী লক্ষ্য দক্ষিণ ও পূর্ব ইউক্রেন এবং তারা দোনবাস অঞ্চলকে সম্পূর্ণরূপে ‘মুক্ত’ করার দিকে মনোনিবেশ করছে।
জেলেনস্কি আরও জানিয়েছেন, তিনি রাজধানীতে আবারও নতুন করে আক্রমণে সম্ভাবনা বাদ দেননি।
এদিকে, দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যেও ইউক্রেনের দোনবাস এবং ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়।
এই দুই অঞ্চল প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমরা চাই এই অঞ্চলগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। তারা (রুশরা) ওই অঞ্চলগুলোকে ইউক্রেনের অংশ হিসেবেই বিবেচনা করছে না। আমরা এই বিষয়েও আলোচনা চাই।’
জেলেনস্কি ওই সাক্ষাৎকারে আরও জানান, তিনি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত ছিলেন তখন বুচায় রুশরা ‘নৃশংস হামলা চালায়’। যেখানে একটি গণকবরও পাওয়া গেছে। বুচা এবং রাজধানীর আশপাশের অন্যান্য শহরে রুশ নৃশংসতা ইঙ্গিত দেয় যে ‘আমাদের মধ্যে আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ নেই।
যদিও মস্কো সব সময়ই বুচায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া দোনবাসের নিয়ন্ত্রণ নিতে পারলে আবারও কিয়েভ আক্রমণ করতে পারে। রাশিয়ার পুনর্নির্ধারিত লক্ষ্য অনুযায়ী দেশটির সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলে এমনটা ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘যদি দোনবাসে আমাদের বাহিনী তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম না হয় তবে কিয়েভ ও কিয়েভের আশপাশের এলাকায় আশপাশে আবারও রুশ আক্রমণের সম্ভাবনা রয়েছে।’
এর আগে, রাশিয়া ইউক্রেনের রাজধানী দখলে ব্যর্থ হয় এবং কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। সেসময় দেশটি দাবি করেছিল যে, তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ এর প্রথম ধাপটি সম্পন্ন এবং তাদের পরবর্তী লক্ষ্য দক্ষিণ ও পূর্ব ইউক্রেন এবং তারা দোনবাস অঞ্চলকে সম্পূর্ণরূপে ‘মুক্ত’ করার দিকে মনোনিবেশ করছে।
জেলেনস্কি আরও জানিয়েছেন, তিনি রাজধানীতে আবারও নতুন করে আক্রমণে সম্ভাবনা বাদ দেননি।
এদিকে, দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যেও ইউক্রেনের দোনবাস এবং ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়।
এই দুই অঞ্চল প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমরা চাই এই অঞ্চলগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। তারা (রুশরা) ওই অঞ্চলগুলোকে ইউক্রেনের অংশ হিসেবেই বিবেচনা করছে না। আমরা এই বিষয়েও আলোচনা চাই।’
জেলেনস্কি ওই সাক্ষাৎকারে আরও জানান, তিনি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত ছিলেন তখন বুচায় রুশরা ‘নৃশংস হামলা চালায়’। যেখানে একটি গণকবরও পাওয়া গেছে। বুচা এবং রাজধানীর আশপাশের অন্যান্য শহরে রুশ নৃশংসতা ইঙ্গিত দেয় যে ‘আমাদের মধ্যে আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ নেই।
যদিও মস্কো সব সময়ই বুচায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে