
রাশিয়ার প্রখ্যাত বুদ্ধিজীবী ও দার্শনিক আলেক্সান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাজধানী মস্কোয় এক গাড়ি বিস্ফোরণে দারিয়া দুগিনার মৃত্যুর পরিপ্রেক্ষিতে পুতিন এই শোক জ্ঞাপন করেন। তিনি একে ‘জঘন্য হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই শোক জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন বলেছেন, ‘একটি জঘন্য ও নিষ্ঠুর অপরাধ দারিয়া দুগিনার জীবনকে শেষ করে দিয়েছে। তিনি একজন উজ্জ্বল, প্রতিভাবান একজন সত্যিকার রাশিয়ান নাগরিক। যার হৃদয় দয়ালু, প্রেমময়, সহানুভূতিশীল এবং খোলামেলা।’
এদিকে, দারিয়া দুগিনার মৃত্যুর পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি স্থানীয় সময় আজ সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।
এফএসবির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘৃণ্য অপরাধটির পরিকল্পনা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস এবং বাস্তবায়নও করেছে তাঁরা।’ বিবৃতে আরও বলা হয়, ওই বিস্ফোরণ সংঘটনের পর হত্যাকারী এস্তোনিয়ায় পালিয়ে গিয়েছে।
এর আগে, রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন দারিয়া দুগিনা। স্থানীয় সময় গত শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলেক্সান্ডার দুগিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি রাশিয়ায় ‘পুতিনের ব্রেইন’ নামে পরিচিত। তাঁকে ‘রাসপুতিন’ নামেও ডাকা হয়। পশ্চিমে তিনি পুতিনের ‘কোর্ট ফিলসফার’ নামেও পরিচিত। তবে সরকারি কোনো পদে তিনি অধিষ্ঠিত নন।

রাশিয়ার প্রখ্যাত বুদ্ধিজীবী ও দার্শনিক আলেক্সান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাজধানী মস্কোয় এক গাড়ি বিস্ফোরণে দারিয়া দুগিনার মৃত্যুর পরিপ্রেক্ষিতে পুতিন এই শোক জ্ঞাপন করেন। তিনি একে ‘জঘন্য হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই শোক জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন বলেছেন, ‘একটি জঘন্য ও নিষ্ঠুর অপরাধ দারিয়া দুগিনার জীবনকে শেষ করে দিয়েছে। তিনি একজন উজ্জ্বল, প্রতিভাবান একজন সত্যিকার রাশিয়ান নাগরিক। যার হৃদয় দয়ালু, প্রেমময়, সহানুভূতিশীল এবং খোলামেলা।’
এদিকে, দারিয়া দুগিনার মৃত্যুর পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি স্থানীয় সময় আজ সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।
এফএসবির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘৃণ্য অপরাধটির পরিকল্পনা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস এবং বাস্তবায়নও করেছে তাঁরা।’ বিবৃতে আরও বলা হয়, ওই বিস্ফোরণ সংঘটনের পর হত্যাকারী এস্তোনিয়ায় পালিয়ে গিয়েছে।
এর আগে, রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন দারিয়া দুগিনা। স্থানীয় সময় গত শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলেক্সান্ডার দুগিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি রাশিয়ায় ‘পুতিনের ব্রেইন’ নামে পরিচিত। তাঁকে ‘রাসপুতিন’ নামেও ডাকা হয়। পশ্চিমে তিনি পুতিনের ‘কোর্ট ফিলসফার’ নামেও পরিচিত। তবে সরকারি কোনো পদে তিনি অধিষ্ঠিত নন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
১৯ মিনিট আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১২ ঘণ্টা আগে