
রুশ বাহিনীর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের পাওয়ার গ্রিডের শেষ সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে জাপোরিঝিয়া কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হলো।
ইউরোপের সর্ববৃহৎ এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে, যা সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে ইউক্রেনের পরমাণু সংস্থা এনার্জোঅ্যাটম জানায়, আগ্রাসীদের (রাশিয়া) কর্মকাণ্ডের কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (জেএনপিপি) এই প্রথম জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে কেন্দ্রটির কাছাকাছি একটি থার্মাল প্ল্যান্টের পাশে বিদ্যুতের তারে আগুন লাগায় দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার গোলাবর্ষণের কারণে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির তিনটি বিকল্প লাইন আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর আগে রাশিয়া জাপোরিঝিয়ার বিদ্যুৎ নিজেদের গ্রিডের সঙ্গে যুক্ত করার জন্য কেন্দ্রটির সংযোগ ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে সতর্ক করেছিল এনার্জোঅ্যাটম।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা এখনো স্বাভাবিক পর্যায়ে আছে। ইউক্রেনের মোট বিদ্যুতের একটা বড় অংশের জোগান আসত কেন্দ্রটি থেকে। ফলে জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চের শুরু থেকে রাশিয়ার দখলে রয়েছে। তবে ইউক্রেনের প্রযুক্তিবিদেরা রাশিয়ার নির্দেশে বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরিচালনা করছে।

রুশ বাহিনীর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের পাওয়ার গ্রিডের শেষ সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে জাপোরিঝিয়া কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হলো।
ইউরোপের সর্ববৃহৎ এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে, যা সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে ইউক্রেনের পরমাণু সংস্থা এনার্জোঅ্যাটম জানায়, আগ্রাসীদের (রাশিয়া) কর্মকাণ্ডের কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (জেএনপিপি) এই প্রথম জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে কেন্দ্রটির কাছাকাছি একটি থার্মাল প্ল্যান্টের পাশে বিদ্যুতের তারে আগুন লাগায় দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার গোলাবর্ষণের কারণে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির তিনটি বিকল্প লাইন আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর আগে রাশিয়া জাপোরিঝিয়ার বিদ্যুৎ নিজেদের গ্রিডের সঙ্গে যুক্ত করার জন্য কেন্দ্রটির সংযোগ ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে সতর্ক করেছিল এনার্জোঅ্যাটম।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা এখনো স্বাভাবিক পর্যায়ে আছে। ইউক্রেনের মোট বিদ্যুতের একটা বড় অংশের জোগান আসত কেন্দ্রটি থেকে। ফলে জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চের শুরু থেকে রাশিয়ার দখলে রয়েছে। তবে ইউক্রেনের প্রযুক্তিবিদেরা রাশিয়ার নির্দেশে বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরিচালনা করছে।

ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
৩ ঘণ্টা আগে