
রাশিয়ার প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে রাশিয়ার সেনাবাহিনীর অন্তত ৯ হাজার সৈন্য মোতায়েন করা হবে। ‘আঞ্চলিক জোট’ সহযোগিতার অধীনে বেলারুশের সীমান্ত রক্ষার্থে রুশ সৈন্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে মিনস্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিভাগের প্রধান ভ্যালেরি রেভেনকো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আঞ্চলিক জোট সহযোগিতার অংশ হিসেবে রুশ সেনাদের বহনকারী প্রথম ট্রেন বেলারুশে আসতে শুরু করেছে। নির্ধারিত সংখ্যক সেনা আসতে কয়েক দিন লেগে যাবে।’
ভ্যালেরি রেভেনকো আরও বলেন, ‘সব মিলিয়ে ৯ হাজারের কিছু কম সেনা আসবে।’ তিনি জানান, সামরিক অ্যাটাশে এই বিষয়ে সংবাদ সম্মেলনের সময় বিস্তারিত তথ্য জানাবেন।
এর আগে, গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দর লুকাশেঙ্কো বলেছিলেন, তাঁর সৈন্যদের ইউক্রেন সীমান্তের কাছে রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে মোতায়েন করা হবে। তাঁর ঘোষণার মাত্র এক সপ্তাহের মধ্যেই রুশ সৈন্যরা বেলারুশে প্রবেশ করতে শুরু করল।
এদিকে, ইউক্রেনে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। এত দিন আক্রমণে কেবল পদাতিক ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করলেও সম্প্রতি দেশটি তার বিমানবাহিনীর সক্ষমতাও দেখাতে শুরু করেছে। সর্বশেষ, গতকাল সোমবার সকালে রাশিয়ার অন্তত ২৮টি কামিকাজ ড্রোন কিয়েভে আক্রমণ চালায়। এই আক্রমণে অন্তত ৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার রকেট হামলায় আরও অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে কিয়েভের শেভচেনকিভস্কি উপশহরে তিনটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে এয়ার সাইরেন দিয়ে হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে গত ১৩ অক্টোবর ইরানের তৈরি ‘কামিকাজ ড্রোন’ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া।

রাশিয়ার প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে রাশিয়ার সেনাবাহিনীর অন্তত ৯ হাজার সৈন্য মোতায়েন করা হবে। ‘আঞ্চলিক জোট’ সহযোগিতার অধীনে বেলারুশের সীমান্ত রক্ষার্থে রুশ সৈন্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে মিনস্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিভাগের প্রধান ভ্যালেরি রেভেনকো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘আঞ্চলিক জোট সহযোগিতার অংশ হিসেবে রুশ সেনাদের বহনকারী প্রথম ট্রেন বেলারুশে আসতে শুরু করেছে। নির্ধারিত সংখ্যক সেনা আসতে কয়েক দিন লেগে যাবে।’
ভ্যালেরি রেভেনকো আরও বলেন, ‘সব মিলিয়ে ৯ হাজারের কিছু কম সেনা আসবে।’ তিনি জানান, সামরিক অ্যাটাশে এই বিষয়ে সংবাদ সম্মেলনের সময় বিস্তারিত তথ্য জানাবেন।
এর আগে, গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দর লুকাশেঙ্কো বলেছিলেন, তাঁর সৈন্যদের ইউক্রেন সীমান্তের কাছে রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে মোতায়েন করা হবে। তাঁর ঘোষণার মাত্র এক সপ্তাহের মধ্যেই রুশ সৈন্যরা বেলারুশে প্রবেশ করতে শুরু করল।
এদিকে, ইউক্রেনে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। এত দিন আক্রমণে কেবল পদাতিক ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করলেও সম্প্রতি দেশটি তার বিমানবাহিনীর সক্ষমতাও দেখাতে শুরু করেছে। সর্বশেষ, গতকাল সোমবার সকালে রাশিয়ার অন্তত ২৮টি কামিকাজ ড্রোন কিয়েভে আক্রমণ চালায়। এই আক্রমণে অন্তত ৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার রকেট হামলায় আরও অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে কিয়েভের শেভচেনকিভস্কি উপশহরে তিনটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে এয়ার সাইরেন দিয়ে হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে গত ১৩ অক্টোবর ইরানের তৈরি ‘কামিকাজ ড্রোন’ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে