
পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি করবে না রাশিয়া। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ বিষয়ে এক আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে ব্যারেলপ্রতি রুশ তেলের দাম ৬০ ডলার বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। অবশেষে তেলের দাম নিয়ে পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের জবাব দিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট পুতিনের জারি করা এক আদেশে বলা হয়, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে আসছে ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ মাসের জন্য অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হলো।
আদেশে বলা হয়েছে, প্রেসিডেন্টের ‘বিশেষ সিদ্ধান্তে’ কোনো কোনো ক্ষেত্রে তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
এর আগে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়। দেশগুলো রাশিয়ার রাজস্বও হ্রাস করতে চেয়েছিল এমন পদক্ষেপের মাধ্যমে।
তবে রাশিয়া দৃঢ়ভাবে বলছে, নতুন ক্রেতা খুঁজে নিতে পারবে তারা এবং দাম বেঁধে দেওয়ার কোনো প্রভাবই পড়বে না। এমনকি ইউক্রেনে সামরিক অভিযানেও কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করে মস্কো।
এদিকে পুতিনের এই নির্দেশের ফলে আন্তর্জাতিক বাজারে দ্রুত তেলের দাম বেড়ে যাবে বলে মনে করছেন তেল ও গ্যাস বিশেষজ্ঞ ভাইচেস্লাভ মিশচেঙ্কো।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। সৌদি আরবের পরই দেশটির অবস্থান। কাজেই তাদের তেল বিক্রিতে জটিলতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি করবে না রাশিয়া। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ বিষয়ে এক আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে ব্যারেলপ্রতি রুশ তেলের দাম ৬০ ডলার বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। অবশেষে তেলের দাম নিয়ে পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের জবাব দিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট পুতিনের জারি করা এক আদেশে বলা হয়, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে আসছে ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ মাসের জন্য অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হলো।
আদেশে বলা হয়েছে, প্রেসিডেন্টের ‘বিশেষ সিদ্ধান্তে’ কোনো কোনো ক্ষেত্রে তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
এর আগে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়। দেশগুলো রাশিয়ার রাজস্বও হ্রাস করতে চেয়েছিল এমন পদক্ষেপের মাধ্যমে।
তবে রাশিয়া দৃঢ়ভাবে বলছে, নতুন ক্রেতা খুঁজে নিতে পারবে তারা এবং দাম বেঁধে দেওয়ার কোনো প্রভাবই পড়বে না। এমনকি ইউক্রেনে সামরিক অভিযানেও কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করে মস্কো।
এদিকে পুতিনের এই নির্দেশের ফলে আন্তর্জাতিক বাজারে দ্রুত তেলের দাম বেড়ে যাবে বলে মনে করছেন তেল ও গ্যাস বিশেষজ্ঞ ভাইচেস্লাভ মিশচেঙ্কো।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। সৌদি আরবের পরই দেশটির অবস্থান। কাজেই তাদের তেল বিক্রিতে জটিলতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে