Ajker Patrika

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মানা দেশগুলোতে তেল বিক্রি করবে না রাশিয়া 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১২: ০৩
পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মানা দেশগুলোতে তেল বিক্রি করবে না রাশিয়া 

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি করবে না রাশিয়া। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ বিষয়ে এক আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে ব্যারেলপ্রতি রুশ তেলের দাম ৬০ ডলার বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। অবশেষে তেলের দাম নিয়ে পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের জবাব দিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট পুতিনের জারি করা এক আদেশে বলা হয়, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে আসছে ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ মাসের জন্য অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হলো। 

আদেশে বলা হয়েছে, প্রেসিডেন্টের ‘বিশেষ সিদ্ধান্তে’ কোনো কোনো ক্ষেত্রে তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। 

এর আগে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়। দেশগুলো রাশিয়ার রাজস্বও হ্রাস করতে চেয়েছিল এমন পদক্ষেপের মাধ্যমে। 

তবে রাশিয়া দৃঢ়ভাবে বলছে, নতুন ক্রেতা খুঁজে নিতে পারবে তারা এবং দাম বেঁধে দেওয়ার কোনো প্রভাবই পড়বে না। এমনকি ইউক্রেনে সামরিক অভিযানেও কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করে মস্কো।

এদিকে পুতিনের এই নির্দেশের ফলে আন্তর্জাতিক বাজারে দ্রুত তেলের দাম বেড়ে যাবে বলে মনে করছেন তেল ও গ্যাস বিশেষজ্ঞ ভাইচেস্লাভ মিশচেঙ্কো। 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। সৌদি আরবের পরই দেশটির অবস্থান। কাজেই তাদের তেল বিক্রিতে জটিলতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত