
ইউক্রেনের সেনাদের রণক্ষেত্রে প্রতিদিন রাশিয়ার দখল করা ভূমিতে অন্তত ৫০০ মিটার করে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার দখলদার সেনাদের হত্যা করে তাদের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেছেন।
বেশ কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার কাছ থেকে খুব বেশি জায়গা পুনরুদ্ধার করতে পারেনি ইউক্রেন। এই অবস্থায় কিছুদিন আগে এক সাবেক শীর্ষ মার্কিন জেনারেল সতর্ক করে বলেছিলেন, পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়ার মতো সময় ইউক্রেনের হাতে নেই। শীত শুরু হয়ে গেলে ইউক্রেনের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভিডিও ভাষণে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিদিন ইতিবাচক ফলাফল দরকার। আমাদের রুশ আক্রমণ ঠেকিয়ে দিতে হবে। দখলদারদের হত্যা করে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিদিন অন্তত ১ কিলোমিটার, না হয় অন্তত ৫০০ মিটার হলেও দখল করতে হবে। ইউক্রেনের অবস্থান উন্নত করতে এবং দখলদার চাপে রাখতে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে।’
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয়দের মনোবল চাঙা এবং পর্যাপ্ত বিদেশি সহায়তা নিশ্চিত করতে চাইলে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে।’ এ সময় তিনি জানান, আগামী সপ্তাহ ইউক্রেনের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে হাজির হবে।
জেলেনস্কি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের আভদিভকা শহরের কাছাকাছি অগ্রসর হয়েছে। সেখানে ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চললেও অগ্রগতি আপাতদৃষ্টিতে রাশিয়ারই।

ইউক্রেনের সেনাদের রণক্ষেত্রে প্রতিদিন রাশিয়ার দখল করা ভূমিতে অন্তত ৫০০ মিটার করে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার দখলদার সেনাদের হত্যা করে তাদের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেছেন।
বেশ কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার কাছ থেকে খুব বেশি জায়গা পুনরুদ্ধার করতে পারেনি ইউক্রেন। এই অবস্থায় কিছুদিন আগে এক সাবেক শীর্ষ মার্কিন জেনারেল সতর্ক করে বলেছিলেন, পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়ার মতো সময় ইউক্রেনের হাতে নেই। শীত শুরু হয়ে গেলে ইউক্রেনের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভিডিও ভাষণে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিদিন ইতিবাচক ফলাফল দরকার। আমাদের রুশ আক্রমণ ঠেকিয়ে দিতে হবে। দখলদারদের হত্যা করে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিদিন অন্তত ১ কিলোমিটার, না হয় অন্তত ৫০০ মিটার হলেও দখল করতে হবে। ইউক্রেনের অবস্থান উন্নত করতে এবং দখলদার চাপে রাখতে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে।’
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয়দের মনোবল চাঙা এবং পর্যাপ্ত বিদেশি সহায়তা নিশ্চিত করতে চাইলে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে।’ এ সময় তিনি জানান, আগামী সপ্তাহ ইউক্রেনের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে হাজির হবে।
জেলেনস্কি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের আভদিভকা শহরের কাছাকাছি অগ্রসর হয়েছে। সেখানে ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চললেও অগ্রগতি আপাতদৃষ্টিতে রাশিয়ারই।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে