
ইউক্রেনের সেনাদের রণক্ষেত্রে প্রতিদিন রাশিয়ার দখল করা ভূমিতে অন্তত ৫০০ মিটার করে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার দখলদার সেনাদের হত্যা করে তাদের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেছেন।
বেশ কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার কাছ থেকে খুব বেশি জায়গা পুনরুদ্ধার করতে পারেনি ইউক্রেন। এই অবস্থায় কিছুদিন আগে এক সাবেক শীর্ষ মার্কিন জেনারেল সতর্ক করে বলেছিলেন, পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়ার মতো সময় ইউক্রেনের হাতে নেই। শীত শুরু হয়ে গেলে ইউক্রেনের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভিডিও ভাষণে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিদিন ইতিবাচক ফলাফল দরকার। আমাদের রুশ আক্রমণ ঠেকিয়ে দিতে হবে। দখলদারদের হত্যা করে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিদিন অন্তত ১ কিলোমিটার, না হয় অন্তত ৫০০ মিটার হলেও দখল করতে হবে। ইউক্রেনের অবস্থান উন্নত করতে এবং দখলদার চাপে রাখতে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে।’
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয়দের মনোবল চাঙা এবং পর্যাপ্ত বিদেশি সহায়তা নিশ্চিত করতে চাইলে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে।’ এ সময় তিনি জানান, আগামী সপ্তাহ ইউক্রেনের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে হাজির হবে।
জেলেনস্কি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের আভদিভকা শহরের কাছাকাছি অগ্রসর হয়েছে। সেখানে ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চললেও অগ্রগতি আপাতদৃষ্টিতে রাশিয়ারই।

ইউক্রেনের সেনাদের রণক্ষেত্রে প্রতিদিন রাশিয়ার দখল করা ভূমিতে অন্তত ৫০০ মিটার করে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি বলেছেন, রাশিয়ার দখলদার সেনাদের হত্যা করে তাদের আক্রমণ প্রতিহত করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ কথা বলেছেন।
বেশ কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার কাছ থেকে খুব বেশি জায়গা পুনরুদ্ধার করতে পারেনি ইউক্রেন। এই অবস্থায় কিছুদিন আগে এক সাবেক শীর্ষ মার্কিন জেনারেল সতর্ক করে বলেছিলেন, পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়ার মতো সময় ইউক্রেনের হাতে নেই। শীত শুরু হয়ে গেলে ইউক্রেনের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভিডিও ভাষণে বলেছেন, ‘ইউক্রেনের প্রতিদিন ইতিবাচক ফলাফল দরকার। আমাদের রুশ আক্রমণ ঠেকিয়ে দিতে হবে। দখলদারদের হত্যা করে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিদিন অন্তত ১ কিলোমিটার, না হয় অন্তত ৫০০ মিটার হলেও দখল করতে হবে। ইউক্রেনের অবস্থান উন্নত করতে এবং দখলদার চাপে রাখতে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে।’
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয়দের মনোবল চাঙা এবং পর্যাপ্ত বিদেশি সহায়তা নিশ্চিত করতে চাইলে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে।’ এ সময় তিনি জানান, আগামী সপ্তাহ ইউক্রেনের জন্য অনেকগুলো সুযোগ নিয়ে হাজির হবে।
জেলেনস্কি এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের আভদিভকা শহরের কাছাকাছি অগ্রসর হয়েছে। সেখানে ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চললেও অগ্রগতি আপাতদৃষ্টিতে রাশিয়ারই।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে