
ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার কারণে এক লাখেরও বেশি মানুষ সরিয়ে নিয়েছে চীন। আজ মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চল কুয়াংতুংয়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোতে কুয়াংতুংয়ে মুষলধারে বৃষ্টিপাতের কারণে নদীগুলো ফুসে উঠেছে এবং মারাত্মক বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ বন্যা হতে পারে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা।
আজ মঙ্গলবার মেগাসিটি শেনজেনসহ আরও কয়েকটি শহরে ‘ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের’ পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বলছে, আকস্মিক বন্যার খুব বেশি ঝুঁকিতে রয়েছে শহরটি।
পার্ল রিভার ডেল্টার অংশ কুয়াংতুংয়ের উত্তরাঞ্চলীয় শহর কিংইউয়ান থেকে তোলা ছবিতে নদীর উপকূলে অবস্থিত বন্যায় প্লাবিত একটি পার্কে একটি ভবন প্রায় পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। গত রোববার দেশটির সরকারি গণমাধ্যম জানায়, বেই নদীর উপকূলে অবস্থিত কিংইউয়ান থেকে ৪৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত রোববার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে কুয়াংতুংয়ের ১ লাখ ১০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন নিখোঁজ রয়েছেন। বৃষ্টির কারণে উত্তর কুয়াংতুং শহরের জিয়াংওয়ানের ছয়টি গ্রামে ভূমিধসের ঘটনায় অনেক মানুষ আটকা পড়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুয়াংতুংয়ে চীনের প্রধান উৎপাদন কেন্দ্র। এখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষের বসবাস।
আজ মঙ্গলবার শেনঝেনের কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করে বলে, ‘দয়া করে দ্রুত সতর্কতা অবলম্বন করুন এবং বন্যা প্রবণ নিচু এলাকা থেকে দূরে থাকুন। ভারী বৃষ্টিপাত এবং এর ফলে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা এবং ভূমিধসের মতো দুর্যোগের প্রতি সতর্ক হোন।’
মানব–নির্গত গ্রিনহাউস গ্যাসের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে আরও ঘন ঘন চরম আবহাওয়ার ঘটনা ঘটছে এবং তা আরও তীব্র হচ্ছে।

ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার কারণে এক লাখেরও বেশি মানুষ সরিয়ে নিয়েছে চীন। আজ মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চল কুয়াংতুংয়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক দিনগুলোতে কুয়াংতুংয়ে মুষলধারে বৃষ্টিপাতের কারণে নদীগুলো ফুসে উঠেছে এবং মারাত্মক বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ বন্যা হতে পারে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা।
আজ মঙ্গলবার মেগাসিটি শেনজেনসহ আরও কয়েকটি শহরে ‘ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের’ পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বলছে, আকস্মিক বন্যার খুব বেশি ঝুঁকিতে রয়েছে শহরটি।
পার্ল রিভার ডেল্টার অংশ কুয়াংতুংয়ের উত্তরাঞ্চলীয় শহর কিংইউয়ান থেকে তোলা ছবিতে নদীর উপকূলে অবস্থিত বন্যায় প্লাবিত একটি পার্কে একটি ভবন প্রায় পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। গত রোববার দেশটির সরকারি গণমাধ্যম জানায়, বেই নদীর উপকূলে অবস্থিত কিংইউয়ান থেকে ৪৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত রোববার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে কুয়াংতুংয়ের ১ লাখ ১০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন নিখোঁজ রয়েছেন। বৃষ্টির কারণে উত্তর কুয়াংতুং শহরের জিয়াংওয়ানের ছয়টি গ্রামে ভূমিধসের ঘটনায় অনেক মানুষ আটকা পড়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
কুয়াংতুংয়ে চীনের প্রধান উৎপাদন কেন্দ্র। এখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষের বসবাস।
আজ মঙ্গলবার শেনঝেনের কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করে বলে, ‘দয়া করে দ্রুত সতর্কতা অবলম্বন করুন এবং বন্যা প্রবণ নিচু এলাকা থেকে দূরে থাকুন। ভারী বৃষ্টিপাত এবং এর ফলে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা এবং ভূমিধসের মতো দুর্যোগের প্রতি সতর্ক হোন।’
মানব–নির্গত গ্রিনহাউস গ্যাসের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে আরও ঘন ঘন চরম আবহাওয়ার ঘটনা ঘটছে এবং তা আরও তীব্র হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১১ মিনিট আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৩২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৩ ঘণ্টা আগে