
তাইওয়ানের আশপাশে রেকর্ড আটটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি বেলুন সরাসরি তাইওয়ানের ওপর দিয়ে উড়ছে। আজ শনিবার তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, চন্দ্র নববর্ষের ছুটি শুরুর আগের দিন গতকাল শুক্রবার ১৫ হাজার ফুট (৪ হাজার ৫৭২ মিটার) থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় বেলুনগুলো দেখা গেছে। গত ডিসেম্বর থেকে চীনা গুপ্তচর বেলুন শনাক্তের খবর নিয়মিতভাবে প্রকাশ করে আসছে তাইওয়ান। এবারই সর্বোচ্চসংখ্যক বেলুন শনাক্ত করা হয়েছে।
গণতান্ত্রিক তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ কখনোই বন্ধ করেনি দেশটি। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর সামরিক চাপও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই দ্বীপরাষ্ট্রটির চারপাশে যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন অব্যাহত রেখেছে চীন।
গত বছরের ফেব্রুয়ারিতে নিজেদের আকাশসীমায় একটি গুপ্তচর বেলুন উড়তে দেখে বিমান চলাচল কর্তৃপক্ষকে সতর্ক করেছিল তাইওয়ান। কিন্তু বেলুনটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর চীনা গুপ্তচর বেলুনকে সর্বশেষ দেখা গিয়েছিল।
নির্বাচনে জয়লাভ করা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির লাই চিংকে বেইজিং ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করে। ভোটের আগে চীন সতর্ক করে বলেছিল যে, লাইয়ের জয় তাইওয়ানের জন্য যুদ্ধ এবং পতন নিয়ে আসবে। কিন্তু নির্বাচনের পরপরই বিশালসংখ্যক যুদ্ধবিমান ও নৌযান পাঠায়নি চীন।
তাইপের তথ্যানুসারে, ১৩ জানুয়ারি ভোটের পর থেকে তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছিল। তাইপের আকাশসীমায় এটিই চীনা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা। তবে ২৪ ঘণ্টার হিসাবে চীন সবচেয়ে বেশিসংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছে গত সেপ্টেম্বরে। তখন তাইওয়ানের চারপাশে ১০৩টি চীনা বিমানের অনুপ্রবেশ রেকর্ড করা হয়।

তাইওয়ানের আশপাশে রেকর্ড আটটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি বেলুন সরাসরি তাইওয়ানের ওপর দিয়ে উড়ছে। আজ শনিবার তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, চন্দ্র নববর্ষের ছুটি শুরুর আগের দিন গতকাল শুক্রবার ১৫ হাজার ফুট (৪ হাজার ৫৭২ মিটার) থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় বেলুনগুলো দেখা গেছে। গত ডিসেম্বর থেকে চীনা গুপ্তচর বেলুন শনাক্তের খবর নিয়মিতভাবে প্রকাশ করে আসছে তাইওয়ান। এবারই সর্বোচ্চসংখ্যক বেলুন শনাক্ত করা হয়েছে।
গণতান্ত্রিক তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ কখনোই বন্ধ করেনি দেশটি। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর সামরিক চাপও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই দ্বীপরাষ্ট্রটির চারপাশে যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন অব্যাহত রেখেছে চীন।
গত বছরের ফেব্রুয়ারিতে নিজেদের আকাশসীমায় একটি গুপ্তচর বেলুন উড়তে দেখে বিমান চলাচল কর্তৃপক্ষকে সতর্ক করেছিল তাইওয়ান। কিন্তু বেলুনটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর চীনা গুপ্তচর বেলুনকে সর্বশেষ দেখা গিয়েছিল।
নির্বাচনে জয়লাভ করা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির লাই চিংকে বেইজিং ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করে। ভোটের আগে চীন সতর্ক করে বলেছিল যে, লাইয়ের জয় তাইওয়ানের জন্য যুদ্ধ এবং পতন নিয়ে আসবে। কিন্তু নির্বাচনের পরপরই বিশালসংখ্যক যুদ্ধবিমান ও নৌযান পাঠায়নি চীন।
তাইপের তথ্যানুসারে, ১৩ জানুয়ারি ভোটের পর থেকে তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছিল। তাইপের আকাশসীমায় এটিই চীনা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা। তবে ২৪ ঘণ্টার হিসাবে চীন সবচেয়ে বেশিসংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছে গত সেপ্টেম্বরে। তখন তাইওয়ানের চারপাশে ১০৩টি চীনা বিমানের অনুপ্রবেশ রেকর্ড করা হয়।

দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৬ ঘণ্টা আগে