অনলাইন ডেস্ক
চীনের এক উচ্চশিক্ষিত যুবক ডিং ইউয়ানঝাও বর্তমানে কাজ করছেন খাবার ডেলিভারি রাইডার (ডেলিভারি বয়) হিসেবে। তবে এই কাজের পেছনে লুকিয়ে রয়েছে ব্যতিক্রমধর্মী এক জীবনগাথা— যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৯ বছর বয়সী ডিং এর শিক্ষাজীবন অনেকের জন্য স্বপ্নের মতো। সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক, পেকিং বিশ্ববিদ্যালয় থেকে জ্বালানি প্রকৌশলে স্নাতকোত্তর, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞানে পিএইচডি এবং সবশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বায়োডাইভার্সিটিতে আরেকটি ডিগ্রি অর্জন করেন তিনি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতর ডিগ্রি ও গবেষণার পরেও উপযুক্ত চাকরি না পেয়ে তিনি একজন ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ শুরু করেন। এক সময় তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবেও কাজ করেছেন।
তবে বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় শেষ পর্যন্ত ফুড ডেলিভারির কাজকেই বেছে নেন জীবিকা হিসেবে। বিভিন্ন কোম্পানিতে দশটির বেশি ইন্টারভিউ দিলেও কোথাও স্থায়ী চাকরি জোটেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিং বলেন, ‘এটা একটা স্থায়ী কাজ। আমি এই আয়ে আমার পরিবারের ভরণপোষণ করতে পারি। পরিশ্রম করলে ভালো ইনকাম হয়, কাজটা খারাপ না।’ তাঁর মতে, কাজই মানুষকে মূল্যবান করে তোলে— শুধু ডিগ্রি নয়। ডিং বলেন, ‘অনেকেই উচ্চশিক্ষা নিয়েও এই ধরনের কাজ করেন। ডেলিভারি বয়ের কাজেরও মূল্য আছে। এটা সমাজের জন্য অবদান রাখার একটি পথ।’
অনেকেই তাঁকে গৃহশিক্ষক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন, তবে ডিং জানিয়েছেন, তিনি ‘খুব লাজুক’। তাই ছাত্র খোঁজার কাজটা তাঁর পক্ষে সহজ নয়। ফলে গৃহশিক্ষকের কাজ না করে ডেলিভারিতেই মন দিয়েছেন।
ডিং চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘জীবনে চ্যালেঞ্জের মুখে কখনো মনোবল হারাবেন না।’
তাঁর এই গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ উচ্চশিক্ষার বাস্তব মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই ডিংয়ের ধৈর্য, পরিশ্রম ও আত্মমর্যাদাবোধের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এটাই জীবন। ডিগ্রি থাকলেই যে সব সময় চাকরি মিলবে, এমন গ্যারান্টি নেই। তবে সকল কাজকে সম্মান করা উচিত।’
আরও খবর পড়ুন:
চীনের এক উচ্চশিক্ষিত যুবক ডিং ইউয়ানঝাও বর্তমানে কাজ করছেন খাবার ডেলিভারি রাইডার (ডেলিভারি বয়) হিসেবে। তবে এই কাজের পেছনে লুকিয়ে রয়েছে ব্যতিক্রমধর্মী এক জীবনগাথা— যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৯ বছর বয়সী ডিং এর শিক্ষাজীবন অনেকের জন্য স্বপ্নের মতো। সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক, পেকিং বিশ্ববিদ্যালয় থেকে জ্বালানি প্রকৌশলে স্নাতকোত্তর, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞানে পিএইচডি এবং সবশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বায়োডাইভার্সিটিতে আরেকটি ডিগ্রি অর্জন করেন তিনি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতর ডিগ্রি ও গবেষণার পরেও উপযুক্ত চাকরি না পেয়ে তিনি একজন ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ শুরু করেন। এক সময় তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবেও কাজ করেছেন।
তবে বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় শেষ পর্যন্ত ফুড ডেলিভারির কাজকেই বেছে নেন জীবিকা হিসেবে। বিভিন্ন কোম্পানিতে দশটির বেশি ইন্টারভিউ দিলেও কোথাও স্থায়ী চাকরি জোটেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিং বলেন, ‘এটা একটা স্থায়ী কাজ। আমি এই আয়ে আমার পরিবারের ভরণপোষণ করতে পারি। পরিশ্রম করলে ভালো ইনকাম হয়, কাজটা খারাপ না।’ তাঁর মতে, কাজই মানুষকে মূল্যবান করে তোলে— শুধু ডিগ্রি নয়। ডিং বলেন, ‘অনেকেই উচ্চশিক্ষা নিয়েও এই ধরনের কাজ করেন। ডেলিভারি বয়ের কাজেরও মূল্য আছে। এটা সমাজের জন্য অবদান রাখার একটি পথ।’
অনেকেই তাঁকে গৃহশিক্ষক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন, তবে ডিং জানিয়েছেন, তিনি ‘খুব লাজুক’। তাই ছাত্র খোঁজার কাজটা তাঁর পক্ষে সহজ নয়। ফলে গৃহশিক্ষকের কাজ না করে ডেলিভারিতেই মন দিয়েছেন।
ডিং চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘জীবনে চ্যালেঞ্জের মুখে কখনো মনোবল হারাবেন না।’
তাঁর এই গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ উচ্চশিক্ষার বাস্তব মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই ডিংয়ের ধৈর্য, পরিশ্রম ও আত্মমর্যাদাবোধের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এটাই জীবন। ডিগ্রি থাকলেই যে সব সময় চাকরি মিলবে, এমন গ্যারান্টি নেই। তবে সকল কাজকে সম্মান করা উচিত।’
আরও খবর পড়ুন:
ভারতের গুজরাটের আহমেদাবাদে গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এতে বলা হয়েছে, উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝ আকাশে প্লেনটির দুই ইঞ্জিনই বন্ধ হয়ে যায় কোনো।
১ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি বাহিনী ক্রমাগত মানুষ হত্যা করছে, অবকাঠামো গুঁড়িয়ে দিচ্ছে। দখলদার এই বাহিনীর বর্বর কর্মকাণ্ডে পুরো গাজা এক মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে। ফিলিস্তিনি এই অঞ্চলটিতে দখলদার ইসরায়েলি বাহিনী বিগত পৌনে দুই বছরের বেশি সময় ধরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।
১ ঘণ্টা আগেমার্কিন বি-৫২ এইচ কৌশলগত বোমারু বিমান ও যুদ্ধবিমানের যৌথ মহড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ মহড়া দেয় তারা। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা চুক্তি শক্তিশালী করায় নিরাপত্তা সহযোগিতা জোরদার
৮ ঘণ্টা আগেএশিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে একধরনের ‘শীতল যুদ্ধ’ শুরু হয়েছে। কূটনৈতিক প্রভাব বিস্তার থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিশ্রুতি; প্রতিটি ক্ষেত্রেই দুই পরাশক্তির লড়াই এখন আর গোপন কিছু নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে কেন্দ্র করে এই লড়াই ক্রমেই আরও স্পষ্ট হচ্ছে
৯ ঘণ্টা আগে