
ইউক্রেনে মানবিক সহায়তা দিতে যাচ্ছে রাশিয়ার অন্যতম মিত্র চীন। দেশটির রেডক্রস ইউক্রেনে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইউক্রেনে মানবিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে। সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘চীন ইউক্রেনে মানবিক সংকট সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক। চীনা রেড ক্রস ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেনে প্রথম চালানের সহায়তা প্রদান করবে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ইউক্রেন সংকট শুরুর পর এই প্রথম চীন এমন সাহায্যের ঘোষণা দিল।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘চীনের রেড ক্রস ইউক্রেনকে “যত তাড়াতাড়ি সম্ভব” মানবিক সহায়তা প্রদান করবে। এ সময় তিনি চীন-রাশিয়ার মধ্যকার বন্ধুত্বকে ‘পাথরের মতো শক্ত’ বলে আখ্যা দিয়েছেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে এই ধরনের ‘মানবিক পদক্ষেপ’ অবশ্যই নিরপেক্ষ ও এই ক্ষেত্রে সব দেশের উচিত এই বিষয়ে নিরপেক্ষতার নীতিগুলি মেনে চলা। মানবিক বিষয়গুলো নিয়ে রাজনীতি করাও উচিত নয় বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ওয়াং ই জানান, চীন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ও শান্তির বাণী প্রচারে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক এবং প্রয়োজনে মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও কাজ করতে ইচ্ছুক।
চীন ইউক্রেনে রুশ হামলার নিন্দা করতে বা এটিকে ‘আগ্রাসন’ বলতে অস্বীকার করেছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ‘নিরাপত্তার বিষয়ে বৈধ উদ্বেগ’কে সম্মান করতে আহ্বান জানিয়েছে।
ইউক্রেন সংকট প্রসঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, ‘ইউক্রেন পরিস্থিতি’ জটিল কিছু কারণে সৃষ্টি হতে পেরেছে। রাতারাতিই এমন অবস্থার সৃষ্টি হয়নি বোঝাতে ওয়াং ই একটি ঐতিহ্যবাহী চীনা প্রবাদ উল্লেখ করে বলেছেন, ‘এক দিনে তিন ফুট পুরু বরফ তৈরি হতে পারে না।’

ইউক্রেনে মানবিক সহায়তা দিতে যাচ্ছে রাশিয়ার অন্যতম মিত্র চীন। দেশটির রেডক্রস ইউক্রেনে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইউক্রেনে মানবিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে। সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘চীন ইউক্রেনে মানবিক সংকট সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক। চীনা রেড ক্রস ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেনে প্রথম চালানের সহায়তা প্রদান করবে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ইউক্রেন সংকট শুরুর পর এই প্রথম চীন এমন সাহায্যের ঘোষণা দিল।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘চীনের রেড ক্রস ইউক্রেনকে “যত তাড়াতাড়ি সম্ভব” মানবিক সহায়তা প্রদান করবে। এ সময় তিনি চীন-রাশিয়ার মধ্যকার বন্ধুত্বকে ‘পাথরের মতো শক্ত’ বলে আখ্যা দিয়েছেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে এই ধরনের ‘মানবিক পদক্ষেপ’ অবশ্যই নিরপেক্ষ ও এই ক্ষেত্রে সব দেশের উচিত এই বিষয়ে নিরপেক্ষতার নীতিগুলি মেনে চলা। মানবিক বিষয়গুলো নিয়ে রাজনীতি করাও উচিত নয় বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ওয়াং ই জানান, চীন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ও শান্তির বাণী প্রচারে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক এবং প্রয়োজনে মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও কাজ করতে ইচ্ছুক।
চীন ইউক্রেনে রুশ হামলার নিন্দা করতে বা এটিকে ‘আগ্রাসন’ বলতে অস্বীকার করেছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার ‘নিরাপত্তার বিষয়ে বৈধ উদ্বেগ’কে সম্মান করতে আহ্বান জানিয়েছে।
ইউক্রেন সংকট প্রসঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, ‘ইউক্রেন পরিস্থিতি’ জটিল কিছু কারণে সৃষ্টি হতে পেরেছে। রাতারাতিই এমন অবস্থার সৃষ্টি হয়নি বোঝাতে ওয়াং ই একটি ঐতিহ্যবাহী চীনা প্রবাদ উল্লেখ করে বলেছেন, ‘এক দিনে তিন ফুট পুরু বরফ তৈরি হতে পারে না।’

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৬ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে