
আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এক দিনের সফরে গতকাল রোববার কাবুলে পৌঁছান তিনি। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম দেশটিতে গেলেন ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংরক্ষণসংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবেই আফগানিস্তানে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছাড়াও দেশটির অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
পানির অধিকার এবং হেলমান্দ ও হারিরুদ নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও আফগানিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ফলে কাবুলে দুই পক্ষের বৈঠকে এ নিয়ে আলাপ হতে পারে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ইরানের সঙ্গে আফগানিস্তানের ৯০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। আফগান যুদ্ধ চলাকালে দুই দশক ধরে দেশটির বিপুলসংখ্যক মানুষ ইরানে শরণার্থীর জীবন বেছে নেয়। ২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে এ হার আরও বেড়ে যায়। গত ডিসেম্বরে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ৬০ লাখের বেশি আফগান নাগরিক ইরানে আশ্রয় চেয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে আফগান সীমান্তের ১০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রাচীর নির্মাণের ঘোষণা দেয় ইরানি কর্তৃপক্ষ। কর্মকর্তারা তখন বলেছিলেন, ‘জ্বালানি ও পণ্যসামগ্রী, বিশেষ করে মাদকের চোরাচালান’ বন্ধ করা এবং ‘অবৈধ অভিবাসন’ ঠেকাতে সীমান্তের নিরাপত্তা বাড়াতে হবে।

আফগানিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এক দিনের সফরে গতকাল রোববার কাবুলে পৌঁছান তিনি। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম দেশটিতে গেলেন ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংরক্ষণসংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবেই আফগানিস্তানে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছাড়াও দেশটির অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
পানির অধিকার এবং হেলমান্দ ও হারিরুদ নদীর ওপর বাঁধ নির্মাণ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও আফগানিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ফলে কাবুলে দুই পক্ষের বৈঠকে এ নিয়ে আলাপ হতে পারে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ইরানের সঙ্গে আফগানিস্তানের ৯০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। আফগান যুদ্ধ চলাকালে দুই দশক ধরে দেশটির বিপুলসংখ্যক মানুষ ইরানে শরণার্থীর জীবন বেছে নেয়। ২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে এ হার আরও বেড়ে যায়। গত ডিসেম্বরে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ৬০ লাখের বেশি আফগান নাগরিক ইরানে আশ্রয় চেয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে আফগান সীমান্তের ১০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রাচীর নির্মাণের ঘোষণা দেয় ইরানি কর্তৃপক্ষ। কর্মকর্তারা তখন বলেছিলেন, ‘জ্বালানি ও পণ্যসামগ্রী, বিশেষ করে মাদকের চোরাচালান’ বন্ধ করা এবং ‘অবৈধ অভিবাসন’ ঠেকাতে সীমান্তের নিরাপত্তা বাড়াতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪৪ মিনিট আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে