প্রতিবেশী ভারতের এক্সিম ব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ চাওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে থাকা দেশটি পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য এই ঋণ চাইছে।
আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা না থাকায় তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে নানা বিকল্প অনুসন্ধান করছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। আমদানি ব্যয় মেটানোর মতো ডলার সংকটের কারণে প্রায় সব ধরনের নিত্য পণ্যের অভাব দেখা দিয়েছে সেখানে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ভীজেসেকেরা জানান, বৈঠকে জ্বালানি কিনতে ভারতের এক্সিম ব্যাংকের কাছে ঋণ চাওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
যদিও শ্রীলঙ্কা ইতিমধ্যে ভারতের এক্সিম ব্যাংক থেকে ৫০ কোটি এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছে। তেল কেনার জন্য এসব ঋণ পাওয়া গেছে বলে জানান জ্বালানি মন্ত্রী।
হিসেব অনুযায়ী আগামী জুন থেকে তেল আমদানির জন্য শ্রীলঙ্কার ৫৩ কোটি ডলারের প্রয়োজন পড়বে। সংকট কবলিত দেশটি মঙ্গলবার থেকে পেট্রলের দাম ২৪.৩ শতাংশ ও ডিজেলের দাম ৩৮.৪ শতাংশ বাড়িয়েছে।
এদিকে ভারত বলছে, শ্রীলঙ্কায় প্রায় ৪০ হাজার মেট্রিকটন পেট্রল সরবরাহ করেছে তারা। তীব্র জ্বালানি ঘাটতি কমাতে কয়েক দিন আগে দেশটিকে ৪০ হাজার মেট্রিকটন ডিজেলও সরবরাহ করা হয়।

ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
১ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
১ ঘণ্টা আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২ ঘণ্টা আগে
একটি দোকান থেকে ৩০টি মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে দোকানদার ও ক্রেতারা দোকানের সাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের লোকেশন থেকেও নিশ্চিত হওয়া গেছে, গত শনিবার রাত থেকে তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
৩ ঘণ্টা আগে