
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে ভবিষ্যতে যে-ই জিতুক না কেন, তা হবে দুঃখজনক বিজয়। একটি ‘দুঃখজনক বিজয়ের’ মাধ্যমে যুদ্ধটা শেষ হবে। তবে সবাই সংঘাত এড়িয়ে যেতে পারলে সেটি হবে সবচেয়ে ভালো উপায়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের নিরাপত্তা-প্রভাব নিয়ে আয়োজিত সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষকেই চড়া মূল্য দিতে হবে। যদি সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায়, সবাই দুঃখী হবে। এমনকি বিজয়ীদেরও দুঃখজনক পরিণতি বরণ করতে হবে। সবারই এটা বোঝা উচিত এবং সংঘাত এড়িয়ে চলা উচিত।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর তাইওয়ান তার সতর্কতা বাড়িয়েছে। তবে তারা চীনা কার্যকলাপ সম্পর্কে কোনো অভিযোগ করেনি।
চিউ কুও-চেং আরও বলেন, ‘আমরা শান্তভাবে চীনের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী আমরা প্রস্তুত রয়েছি।’
রয়টার্স লিখেছে, তাইওয়ানের সমরকৌশলীরা বিশাল প্রতিবেশী চীনের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে নিজেদের যুদ্ধকৌশল কেমন হবে তা বোঝার জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং দেশটির প্রতিরোধের বিষয়গুলো অধ্যয়ন করছেন। চিউ কুও-চেং বলেন, ‘আমরা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে অনেক কিছু শিখছি।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ডামাডোলের মধ্যে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাইওয়ানকে চীন তার নিজের ভূখণ্ড হিসেবেই দেখে। এ কারণে এই দ্বীপরাষ্ট্রের কাছেই গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে চীন। তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই তাইপে চীনের এমন মনোভাবের তীব্র বিরোধী। তিনি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মনে করেন।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে ভবিষ্যতে যে-ই জিতুক না কেন, তা হবে দুঃখজনক বিজয়। একটি ‘দুঃখজনক বিজয়ের’ মাধ্যমে যুদ্ধটা শেষ হবে। তবে সবাই সংঘাত এড়িয়ে যেতে পারলে সেটি হবে সবচেয়ে ভালো উপায়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের নিরাপত্তা-প্রভাব নিয়ে আয়োজিত সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষকেই চড়া মূল্য দিতে হবে। যদি সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায়, সবাই দুঃখী হবে। এমনকি বিজয়ীদেরও দুঃখজনক পরিণতি বরণ করতে হবে। সবারই এটা বোঝা উচিত এবং সংঘাত এড়িয়ে চলা উচিত।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর তাইওয়ান তার সতর্কতা বাড়িয়েছে। তবে তারা চীনা কার্যকলাপ সম্পর্কে কোনো অভিযোগ করেনি।
চিউ কুও-চেং আরও বলেন, ‘আমরা শান্তভাবে চীনের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী আমরা প্রস্তুত রয়েছি।’
রয়টার্স লিখেছে, তাইওয়ানের সমরকৌশলীরা বিশাল প্রতিবেশী চীনের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে নিজেদের যুদ্ধকৌশল কেমন হবে তা বোঝার জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং দেশটির প্রতিরোধের বিষয়গুলো অধ্যয়ন করছেন। চিউ কুও-চেং বলেন, ‘আমরা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে অনেক কিছু শিখছি।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ডামাডোলের মধ্যে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাইওয়ানকে চীন তার নিজের ভূখণ্ড হিসেবেই দেখে। এ কারণে এই দ্বীপরাষ্ট্রের কাছেই গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে চীন। তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই তাইপে চীনের এমন মনোভাবের তীব্র বিরোধী। তিনি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মনে করেন।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৯ মিনিট আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
২ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৪ ঘণ্টা আগে