ইউক্রেন সংকট শুরুর পর ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়ে মধ্যস্থতা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজারবাইজান–আর্মেনিয়ার সংকটেও ভূমিকা রেখেছিলেন তিনি। এবার ইলন মাস্কের টুইটারের ব্লু টিক ফির বিষয়টি নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করতে পারেন এরদোয়ান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান গতকাল বুধবার জানিয়েছিলেন—তিনি টুইটারের নতুন পরিচালক ইলন মাস্কের সঙ্গে অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্লু টিক চিহ্ন আনার জন্য ৮ ডলার ফি’র বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।
তুরস্কের একটি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ানকে টুইটারের অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ৮ ডলার ফি নেওয়ার বিষয়টি নিয়ে কিছু বলতে বললে তিনি বলেন, ‘এটি হয়তো আমাদের জন্য ভিন্ন কিছু হতে পারে।’ হাসতে হাসতে এরদোয়ান আরও বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা তাঁর সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালাতে পারি।’
এর আগে, ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্ক জানিয়েছিলেন, এখন থেকে টুইটারে উঁচুনিচু ভেদ থাকবে না এবং তাই ব্লু টিক নিতে পারবে সবাই। তবে সে ক্ষেত্রে ব্লু টিক নেওয়ার জন্য প্রতি মাসে ৮ ডলার করে ফি দিতে হবে।
উল্লেখ্য, এরদোয়ান এবং ইলন মাস্কের মধ্য ভালো সম্পর্ক বিদ্যমান। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁরা দুজন এক ভিডিও কনফারেন্সে বৈশ্বিক অর্থনীতি, তুরস্কের মহাকাশ প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৩ ঘণ্টা আগে
সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
৪ ঘণ্টা আগে