
শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে অন্তত ১ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার মধ্য শ্রীলঙ্কায় জ্বালানি তেলের নতুন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশ চালালে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক দশকের মধ্যে বর্তমানে দেশটি সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এর প্রতিবাদে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ-বিক্ষোভের ঝড় চলছে দেশটিতে। তবে এই প্রথম কোনো আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হলেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৫ জন পুলিশ কর্মীও আহত হন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলঙ্কা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা রাজধানী কলম্বো থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে রামবুক্কানায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেছেন, ‘বিক্ষোভকারীরা একটি রেলওয়ে ও সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ তাদের সরে যেতে বললে তাঁরা পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। বেশ কয়েকজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
থালডুয়া আরও বলেন, ‘আন্দোলনকারীরা পাথর ও অন্যান্য বস্তু নিক্ষেপ করছিল পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর তাজা গোলাবারুদ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। পুলিশ এখনো এলাকায় রয়েছে এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
কিগালি সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মিহিরি প্রিয়াঙ্গানি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ১৪ জনকে আনা হয়েছিল এবং এদের মধ্য একজন মারা গেছেন। তিনজনের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।’

শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে অন্তত ১ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার মধ্য শ্রীলঙ্কায় জ্বালানি তেলের নতুন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশ চালালে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক দশকের মধ্যে বর্তমানে দেশটি সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এর প্রতিবাদে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ-বিক্ষোভের ঝড় চলছে দেশটিতে। তবে এই প্রথম কোনো আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হলেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৫ জন পুলিশ কর্মীও আহত হন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলঙ্কা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা রাজধানী কলম্বো থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে রামবুক্কানায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেছেন, ‘বিক্ষোভকারীরা একটি রেলওয়ে ও সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ তাদের সরে যেতে বললে তাঁরা পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। বেশ কয়েকজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
থালডুয়া আরও বলেন, ‘আন্দোলনকারীরা পাথর ও অন্যান্য বস্তু নিক্ষেপ করছিল পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর তাজা গোলাবারুদ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। পুলিশ এখনো এলাকায় রয়েছে এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
কিগালি সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মিহিরি প্রিয়াঙ্গানি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ১৪ জনকে আনা হয়েছিল এবং এদের মধ্য একজন মারা গেছেন। তিনজনের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৪০ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে