
শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে অন্তত ১ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার মধ্য শ্রীলঙ্কায় জ্বালানি তেলের নতুন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশ চালালে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক দশকের মধ্যে বর্তমানে দেশটি সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এর প্রতিবাদে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ-বিক্ষোভের ঝড় চলছে দেশটিতে। তবে এই প্রথম কোনো আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হলেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৫ জন পুলিশ কর্মীও আহত হন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলঙ্কা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা রাজধানী কলম্বো থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে রামবুক্কানায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেছেন, ‘বিক্ষোভকারীরা একটি রেলওয়ে ও সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ তাদের সরে যেতে বললে তাঁরা পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। বেশ কয়েকজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
থালডুয়া আরও বলেন, ‘আন্দোলনকারীরা পাথর ও অন্যান্য বস্তু নিক্ষেপ করছিল পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর তাজা গোলাবারুদ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। পুলিশ এখনো এলাকায় রয়েছে এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
কিগালি সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মিহিরি প্রিয়াঙ্গানি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ১৪ জনকে আনা হয়েছিল এবং এদের মধ্য একজন মারা গেছেন। তিনজনের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।’

শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে অন্তত ১ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার মধ্য শ্রীলঙ্কায় জ্বালানি তেলের নতুন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশ চালালে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক দশকের মধ্যে বর্তমানে দেশটি সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এর প্রতিবাদে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ-বিক্ষোভের ঝড় চলছে দেশটিতে। তবে এই প্রথম কোনো আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হলেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৫ জন পুলিশ কর্মীও আহত হন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলঙ্কা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা রাজধানী কলম্বো থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে রামবুক্কানায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেছেন, ‘বিক্ষোভকারীরা একটি রেলওয়ে ও সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ তাদের সরে যেতে বললে তাঁরা পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। বেশ কয়েকজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
থালডুয়া আরও বলেন, ‘আন্দোলনকারীরা পাথর ও অন্যান্য বস্তু নিক্ষেপ করছিল পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর তাজা গোলাবারুদ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। পুলিশ এখনো এলাকায় রয়েছে এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
কিগালি সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মিহিরি প্রিয়াঙ্গানি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ১৪ জনকে আনা হয়েছিল এবং এদের মধ্য একজন মারা গেছেন। তিনজনের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে