
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয় ২০২২ সালের এই দিনে, অর্থাৎ ৮ জুলাই। জাপানের নারা শহরে রাজনৈতিক একটি সভায় বক্তব্য দেওয়ার সময় দুবার গুলি করা হয় তাঁকে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই মৃত্যু হয় তাঁর। তবে শিনজো আবেই একমাত্র প্রধানমন্ত্রী নন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজকের এই দিনে পাঠকদের জানাব হত্যাকাণ্ডের শিকার জাপানি প্রধানমন্ত্রীদের গল্প।
১৯০৯ সালে কোরীয় এক নাগরিকের গুলিতে মৃত্যু হয় ইতো হিরোবুমির। তিনি ছিলেন জাপানের প্রথম প্রধানমন্ত্রী। বর্তমানে চীনের অন্তর্গত হারবিন রেলওয়ে স্টেশনে মাঞ্চুরিয়ায় রাশিয়ার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় গুলি করা হয় তাঁকে।
তারপর যে জাপানি প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হন, তিনি তাকাশি হারা। ১৯২১ সালের ৪ নভেম্বর টোকিও স্টেশনে এক হতাশাগ্রস্ত রেলশ্রমিকের ছুরিকাঘাতে নিহত হন ৬৫ বছর বয়স্ক তাকাশি হারা। কিয়োটোয় দলের একটি সম্মেলনে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। তাঁকে হত্যা করা নাকোয়াকা কনিচি বিশ্বাস করতেন হারা দুর্নীতিগ্রস্ত এবং সর্বজনীন ভোটাধিকার পাস করার পরিকল্পনা করছেন।
তবে ১৯৩০-এর দশকে কয়েকটি হত্যাকাণ্ড ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী পদটিকেই রীতিমতো ঝুঁকিপূর্ণ করে তোলে।
জাপানের প্রধানমন্ত্রী হামাগুচি ওসাচি ১৯৩০ সালে অতি ডানপন্থী গোষ্ঠী আইকোকুশার একটি হত্যাপ্রচেষ্টায় আহত হন। এই ক্ষতের কারণেই মারা যান পরের বছর, অর্থাৎ ১৯৩১ সালে।
এদিকে ইনোকাই তসিয়োশি হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন কেবল ছয় মাস। ১১ জন তরুণ নৌ কর্মকর্তা অতর্কিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে তাঁকে গুলি করে মারেন। তারিখটা ছিল ১৯৩২ সালের ১৫ মে। ইনোকাই সামরিক শক্তির লাগাম টেনে ধরার চেষ্টা করছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী খুন হন ৭৬ বছর বয়সে।
এদিকে ১৯২১-২২ সালে জাপানের প্রধানমন্ত্রী থাকা তাকাশি করেকিও খুন হন ১৯৩৬ সালে। রাজনৈতিক জীবনের পর ব্যাংক অব জাপানে কাজ করছিলেন তিনি এবং বেশ কয়েকটি বিতর্কিত নীতি প্রবর্তন করেন। তবে সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত এবং জাপানি সামরিক বাহিনীর মধ্যে অস্থিরতাকেই মূলত তাঁর হত্যাকাণ্ডের কারণ হিসেবে বিবেচনা করা হয়।
এরপর ২০২২-এ আবের হত্যাকাণ্ডের আগে আর কোনো প্রধানমন্ত্রীকে এ ধরনের পরিণতির শিকার হতে হয়নি। তবে গুলি বা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে ঠিকই।
১৯৬০ সালের জুলাইয়ে আবের নানা ও জাপানের ওই সময়ের প্রধানমন্ত্রী নবুসুকে কিশির বাম ঊরুতে ছয় বার ছুরিকাঘাত করা হয়। ডানপন্থী এক অধিকারকর্মী তাঁকে আক্রমণ করেন প্রধানমন্ত্রীর অফিসের বাইরে। ৬৪ বছর বয়স্ক নবুসুকের এ ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলেও বেঁচে যান। ১৯৮৭ সালে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
৩০ মে, ১৯৯৪। মোরিহিরো হোসোকাওয়া প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র এক মাসের মাথায় গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। একজন ডানপন্থী চরমপন্থী শিনজুকু হোটেলের লবিতে কেবল কয়েক মিটার দূর থেকে হোসোকাওয়াকে লক্ষ্য করে গুলি চালান। বুলেটটি সিলিংয়ে আঘাত হানে এবং হোসোকাওয়া অক্ষত থাকেন।
আবার ফিরে আসা যাক শিনজো আবের হত্যাকাণ্ডে। এ সময় সন্দেহভাজন হিসেবে তেতসুয়া ইয়ামাগামি নামে ৪১ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঘরে তৈরি একটি আগ্নেয়াস্ত্র দিয়ে আবেকে গুলি করার কথা শিকার করেন।
ইয়ামাগামি পরে তদন্তকারীদের বলেছেন যে তিনি ইউনিফিকেশন চার্চের (ইউসি) বিরুদ্ধে ক্ষোভের কারণে আবেকে গুলি করেছিলেন। এই নতুন ধর্মীয় আন্দোলনের সঙ্গে আবে ও তাঁর পরিবারের সম্পর্ক ছিল। ২০০২ সালে ইয়াগামির মা বিপুল সম্পত্তি ইউসিকে দিয়ে দেন। এতে একরকম পথে বসতে হয় ইয়ামাগামিদের।
সূত্র: এবিসি, স্ট্রেট টাইমস, বিবিসি, উইকিপিডিয়া

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয় ২০২২ সালের এই দিনে, অর্থাৎ ৮ জুলাই। জাপানের নারা শহরে রাজনৈতিক একটি সভায় বক্তব্য দেওয়ার সময় দুবার গুলি করা হয় তাঁকে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই মৃত্যু হয় তাঁর। তবে শিনজো আবেই একমাত্র প্রধানমন্ত্রী নন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজকের এই দিনে পাঠকদের জানাব হত্যাকাণ্ডের শিকার জাপানি প্রধানমন্ত্রীদের গল্প।
১৯০৯ সালে কোরীয় এক নাগরিকের গুলিতে মৃত্যু হয় ইতো হিরোবুমির। তিনি ছিলেন জাপানের প্রথম প্রধানমন্ত্রী। বর্তমানে চীনের অন্তর্গত হারবিন রেলওয়ে স্টেশনে মাঞ্চুরিয়ায় রাশিয়ার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় গুলি করা হয় তাঁকে।
তারপর যে জাপানি প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হন, তিনি তাকাশি হারা। ১৯২১ সালের ৪ নভেম্বর টোকিও স্টেশনে এক হতাশাগ্রস্ত রেলশ্রমিকের ছুরিকাঘাতে নিহত হন ৬৫ বছর বয়স্ক তাকাশি হারা। কিয়োটোয় দলের একটি সম্মেলনে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। তাঁকে হত্যা করা নাকোয়াকা কনিচি বিশ্বাস করতেন হারা দুর্নীতিগ্রস্ত এবং সর্বজনীন ভোটাধিকার পাস করার পরিকল্পনা করছেন।
তবে ১৯৩০-এর দশকে কয়েকটি হত্যাকাণ্ড ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী পদটিকেই রীতিমতো ঝুঁকিপূর্ণ করে তোলে।
জাপানের প্রধানমন্ত্রী হামাগুচি ওসাচি ১৯৩০ সালে অতি ডানপন্থী গোষ্ঠী আইকোকুশার একটি হত্যাপ্রচেষ্টায় আহত হন। এই ক্ষতের কারণেই মারা যান পরের বছর, অর্থাৎ ১৯৩১ সালে।
এদিকে ইনোকাই তসিয়োশি হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন কেবল ছয় মাস। ১১ জন তরুণ নৌ কর্মকর্তা অতর্কিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে তাঁকে গুলি করে মারেন। তারিখটা ছিল ১৯৩২ সালের ১৫ মে। ইনোকাই সামরিক শক্তির লাগাম টেনে ধরার চেষ্টা করছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী খুন হন ৭৬ বছর বয়সে।
এদিকে ১৯২১-২২ সালে জাপানের প্রধানমন্ত্রী থাকা তাকাশি করেকিও খুন হন ১৯৩৬ সালে। রাজনৈতিক জীবনের পর ব্যাংক অব জাপানে কাজ করছিলেন তিনি এবং বেশ কয়েকটি বিতর্কিত নীতি প্রবর্তন করেন। তবে সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত এবং জাপানি সামরিক বাহিনীর মধ্যে অস্থিরতাকেই মূলত তাঁর হত্যাকাণ্ডের কারণ হিসেবে বিবেচনা করা হয়।
এরপর ২০২২-এ আবের হত্যাকাণ্ডের আগে আর কোনো প্রধানমন্ত্রীকে এ ধরনের পরিণতির শিকার হতে হয়নি। তবে গুলি বা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে ঠিকই।
১৯৬০ সালের জুলাইয়ে আবের নানা ও জাপানের ওই সময়ের প্রধানমন্ত্রী নবুসুকে কিশির বাম ঊরুতে ছয় বার ছুরিকাঘাত করা হয়। ডানপন্থী এক অধিকারকর্মী তাঁকে আক্রমণ করেন প্রধানমন্ত্রীর অফিসের বাইরে। ৬৪ বছর বয়স্ক নবুসুকের এ ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলেও বেঁচে যান। ১৯৮৭ সালে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
৩০ মে, ১৯৯৪। মোরিহিরো হোসোকাওয়া প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র এক মাসের মাথায় গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। একজন ডানপন্থী চরমপন্থী শিনজুকু হোটেলের লবিতে কেবল কয়েক মিটার দূর থেকে হোসোকাওয়াকে লক্ষ্য করে গুলি চালান। বুলেটটি সিলিংয়ে আঘাত হানে এবং হোসোকাওয়া অক্ষত থাকেন।
আবার ফিরে আসা যাক শিনজো আবের হত্যাকাণ্ডে। এ সময় সন্দেহভাজন হিসেবে তেতসুয়া ইয়ামাগামি নামে ৪১ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঘরে তৈরি একটি আগ্নেয়াস্ত্র দিয়ে আবেকে গুলি করার কথা শিকার করেন।
ইয়ামাগামি পরে তদন্তকারীদের বলেছেন যে তিনি ইউনিফিকেশন চার্চের (ইউসি) বিরুদ্ধে ক্ষোভের কারণে আবেকে গুলি করেছিলেন। এই নতুন ধর্মীয় আন্দোলনের সঙ্গে আবে ও তাঁর পরিবারের সম্পর্ক ছিল। ২০০২ সালে ইয়াগামির মা বিপুল সম্পত্তি ইউসিকে দিয়ে দেন। এতে একরকম পথে বসতে হয় ইয়ামাগামিদের।
সূত্র: এবিসি, স্ট্রেট টাইমস, বিবিসি, উইকিপিডিয়া

ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩৫ মিনিট আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
২ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
৩ ঘণ্টা আগে