
ঢাকা: টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস মধ্যকার যুদ্ধ থামে। তবে যুদ্ধবিরতির পরেও থেমে নেই সংঘাত। গাজায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মিসাইল গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরের অবরুদ্ধ অঞ্চল বেট লাহিয়াতে আঘাত হেনেছে। এছাড়াও জাবালিয়ার প্রশাসনিক ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল। গাজার দক্ষিণে খান ইউনিসেও হামলা হয়েছে। তবে এসব হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমান হামলার পর এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের অঞ্চলগুলোতে হামলা চালিয়ে নাফতালি বেনেটের নতুন সরকার এক রকম প্রদর্শনী দেখাল।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা উপত্যকার ভেতরে হামাসের অঞ্চলগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ছোড়া আগুনের বেলুনের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
এক টুইট বার্তায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, গাজা থেকে ইসরায়েলে আগুনের বেলুন ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। আমরা (আইডিএফ) গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি। যেকোনো পরিস্থিতির জন্য আইডিএফ প্রস্তুত রয়েছে এবং গাজায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে।
এর আগে যুদ্ধবিরতির পর গত বুধবার গাজা উপত্যকায় প্রথম হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, গাজা থেকে উদ্ভূত অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করা সহ যে কোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।
উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধে প্রাণ হারায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি। এছাড়াও প্রাণ হারায় ১৩ জন ইসরায়েলি।

ঢাকা: টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস মধ্যকার যুদ্ধ থামে। তবে যুদ্ধবিরতির পরেও থেমে নেই সংঘাত। গাজায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মিসাইল গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরের অবরুদ্ধ অঞ্চল বেট লাহিয়াতে আঘাত হেনেছে। এছাড়াও জাবালিয়ার প্রশাসনিক ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল। গাজার দক্ষিণে খান ইউনিসেও হামলা হয়েছে। তবে এসব হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমান হামলার পর এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের অঞ্চলগুলোতে হামলা চালিয়ে নাফতালি বেনেটের নতুন সরকার এক রকম প্রদর্শনী দেখাল।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা উপত্যকার ভেতরে হামাসের অঞ্চলগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ছোড়া আগুনের বেলুনের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
এক টুইট বার্তায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, গাজা থেকে ইসরায়েলে আগুনের বেলুন ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। আমরা (আইডিএফ) গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি। যেকোনো পরিস্থিতির জন্য আইডিএফ প্রস্তুত রয়েছে এবং গাজায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে।
এর আগে যুদ্ধবিরতির পর গত বুধবার গাজা উপত্যকায় প্রথম হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, গাজা থেকে উদ্ভূত অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করা সহ যে কোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।
উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধে প্রাণ হারায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি। এছাড়াও প্রাণ হারায় ১৩ জন ইসরায়েলি।

ওয়াশিংটনের পক্ষ থেকে ভেনেজুয়েলার নেতাকে বন্দি করার ঘটনার প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে, কিউবার সরকারেরও খুব শিগগির পতন হতে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
৫ মিনিট আগে
ইরানে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করছে। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনীর হামলায় বাড়ছে হতাহতের ঘটনা। এ পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তারের পর নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক ভয়ংকর কারাগারে নেওয়া হয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার শুরু হবে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এদিকে মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি শপ
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত অভিযোগপত্রে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে নিকোলাস এরনেস্তো মাদুরো গেরার বিরুদ্ধে মাদক পাচার, নার্কো-সন্ত্রাসবাদ এবং
৮ ঘণ্টা আগে