
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। ধ্বংসস্তূপের নিচে দুই দিন আটকে থাকার পর শিশুটিকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, শিশুটির নাম আজকা মাওলানা মালিক। একটি ম্যাট্রেসের কারণে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সে। বুধবার (২৩ নভেম্বর) সিয়াঞ্জুর শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আজকাকে। ভূমিকম্পে আজকার মা ও দাদি মারা গেছেন। দাদির মরদেহের পাশ থেকেই তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় দমকল বিভাগের অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারের সময় শিশুটি বেশ শান্ত ছিল। তাকে বেশ নিরাপদেই বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পর আজকাকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
সালমান আলফারিসি নামে শিশুটির এক আত্মীয় বলেন, ‘আজকা এখন ভালো আছে, ও আহত নয়। ডাক্তার বলেছেন, ক্ষুধার্ত থাকার কারণেই সে দুর্বল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সে এখন বাড়ি যেতে চাইছে। ঘুমের মধ্যে বারবার মাকে খুঁজছে আজকা।’
গত সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। ধ্বংসস্তূপের নিচে দুই দিন আটকে থাকার পর শিশুটিকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, শিশুটির নাম আজকা মাওলানা মালিক। একটি ম্যাট্রেসের কারণে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সে। বুধবার (২৩ নভেম্বর) সিয়াঞ্জুর শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আজকাকে। ভূমিকম্পে আজকার মা ও দাদি মারা গেছেন। দাদির মরদেহের পাশ থেকেই তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় দমকল বিভাগের অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারের সময় শিশুটি বেশ শান্ত ছিল। তাকে বেশ নিরাপদেই বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পর আজকাকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
সালমান আলফারিসি নামে শিশুটির এক আত্মীয় বলেন, ‘আজকা এখন ভালো আছে, ও আহত নয়। ডাক্তার বলেছেন, ক্ষুধার্ত থাকার কারণেই সে দুর্বল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সে এখন বাড়ি যেতে চাইছে। ঘুমের মধ্যে বারবার মাকে খুঁজছে আজকা।’
গত সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৬ ঘণ্টা আগে