গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক
৪ ঘণ্টা আগেরাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শিগগির স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত না পেলে এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা
৪ ঘণ্টা আগেবিশ্বের চতুর্থ বৃহত্তম চা উৎপাদক দেশ কেনিয়া। দেশটির পশ্চিমাঞ্চলের নান্দি কাউন্টির সিতোই এস্টেটের পাহাড়ি এলাকায় রয়েছে চা শিল্প। ১৯৪৮ সালে এই নান্দিতে জমি অধিগ্রহণ করে চা বাগান গড়ে তোলে ব্রিটিশ-মালিকানাধীন চা উৎপাদনকারী কোম্পানি ইস্টার্ন প্রোডিউস কেনিয়া (ইপিকে)। বহু দশক ধরে নান্দিসহ কেনিয়ার অনেক...
৬ ঘণ্টা আগেঅনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকর্ডে পরিচয়ের সূত্রে ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণ করেছেন এক ব্যক্তি। এমন অভিযোগে ক্যালিফোর্নিয়ার ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ম্যাথিউ ম্যাকাটুনো নাভাল। গত রোববার (১২ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে