অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ১১টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর হাজারো গৃহহীন ফিলিস্তিনি নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইন ধরে ফিলিস্তিনিরা বাড়ির পথে হাঁটছে। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে ফিরে যাচ্ছে।
হামাস জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন স্টেইব্রেচার খায়েরকে (৩১) মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দীদের গাজা থেকে বের করে আনতে রেডক্রসের একটি দল দুপুরেই কাজ শুরু করেছিল।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, হামাস এই তিনজনকে মুক্তি দিয়েছে এবং তারা ইতিমধ্যে ইসরায়েলি ভূখণ্ডে ফিরেছে।
আইডিএফ ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছে, ‘তারা বাড়ি ফিরেছে’। একই সঙ্গে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি ছবি শেয়ার করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। সেই হিসাবে রোববারই ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা। তবে ইসরায়েল এখনো মুক্তি পাওয়া বন্দীদের তালিকা প্রকাশ করেনি।
ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিসের গাজা ইউরোপীয় হাসপাতালে পাঠানো হবে।
এদিকে যুদ্ধবিরতির ফলে গাজায় অস্থায়ী শান্তি ফিরে এসেছে। তবে বন্দিবিনিময় প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর এ শান্তির স্থায়িত্ব নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে তৃতীয় দফায় আরও ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু রাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত। আজ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, পররা
৫ ঘণ্টা আগেবিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। গতকাল শনিবার পূর্ব কেপটাউনের কেবেরহা শহরের বেথেলসডর্প এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তিনি সমকামী ও অন্য প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত একটি মসজিদ পরিচালনা করতেন।
৬ ঘণ্টা আগেপশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে প্রায় ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল শনিবার মালির পশ্চিমাঞ্চলের সোনাসমৃদ্ধ কায়েস অঞ্চলের কেনিয়েবা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে