Ajker Patrika

ইরানে বিমান হামলায় ইরাকের আকাশ যেন এড়িয়ে চলে, ইসরায়েলকে হুঁশিয়ারি

আপডেট : ১৫ জুন ২০২৫, ১৬: ১৫
ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ছবি: সংগৃহীত
ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিজেদের আকাশসীমা যেন ব্যবহার করা না হয়—এই দাবি জানিয়েছে ইরাক। শনিবার ইরাকি সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে।

ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানায়, এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে—‘কৌশলগত কাঠামো চুক্তি অনুযায়ী ইসরায়েলি বিমান যেন ইরাকের আকাশসীমা লঙ্ঘন না করে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বলেছে ইরাক।’

সূত্রটি আরও জানায়, “ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমার অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জঙ্গি দমন জোটের নেতৃত্বদানকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব হচ্ছে—ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় এমন যে কোনো কর্মকাণ্ড রোধ করা।”

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় একাধিক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। এ ছাড়া হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন।

ইরাকে আশঙ্কা তৈরি হয়েছে, এ ধরনের হামলায় তাদের আকাশসীমা ব্যবহৃত হলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে এই আনুষ্ঠানিক অনুরোধ জানাল বাগদাদ।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত