আজকের পত্রিকা ডেস্ক

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার (১৬ জুলাই) তাঁর ফাঁসি হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছে।
ভারতের কেরালার বাসিন্দা ৩৪ বছর বয়সী নিমিশা ২০০৮ সালে ইয়েমেনে নার্স হিসেবে কাজ শুরু করেন। পরে স্থানীয় আইন মেনে একটি ক্লিনিক চালাতে গিয়ে তিনি তালাল আব্দো মাহদি নামে এক ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করেন।
আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে মাহদির মৃতদেহ কেটে টুকরো করে পানির ট্যাংকে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিমিশাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী—মাহদি নিমিশাকে হয়রানি করছিলেন, অর্থ আত্মসাৎ করেছিলেন এবং তাঁর পাসপোর্ট জব্দ করে দেশে ফেরার পথ বন্ধ করে দেন। পালানোর পথ খুঁজতে গিয়ে নিমিশা তাঁকে চেতনানাশক ইনজেকশন দেন। এই ইনজেকশন পরে প্রাণঘাতী হয়ে ওঠে।
ইয়েমেনের স্থানীয় আদালত ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে নিমিশার পরিবার সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা ২০২৩ সালে খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে হুতি বিদ্রোহী সরকারের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত তাঁর মৃত্যুদণ্ড অনুমোদন করেন।
ইসলামি শরিয়াহ অনুযায়ী ভুক্তভোগীর পরিবার যদি ‘রক্তমূল্য’ বা ‘দিয়া’ গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড মাফ করা যায়। এই সুযোগে ভরসা রেখে নিমিশার পরিবার মাহদির পরিবারের কাছে এক মিলিয়ন ডলার রক্তমূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে ইয়েমেনের সানায় কারাবন্দী নিমিশার মা গত এপ্রিল থেকে ইয়েমেনে রয়েছেন এবং আলোচনার জন্য স্থানীয় সমাজকর্মী স্যামুয়েল জেরোমের সঙ্গে কাজ করছেন।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হুতি সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নিমিশাকে তারা সর্বোচ্চ কূটনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রসিকিউটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবারকে সময় দিতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন।
মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ নিমিশা প্রিয়ার জন্য সাময়িক স্বস্তি নিয়ে এলেও চূড়ান্ত মুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে মাহদির পরিবারের সিদ্ধান্তের ওপর।
আরও খবর পড়ুন:

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার (১৬ জুলাই) তাঁর ফাঁসি হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছে।
ভারতের কেরালার বাসিন্দা ৩৪ বছর বয়সী নিমিশা ২০০৮ সালে ইয়েমেনে নার্স হিসেবে কাজ শুরু করেন। পরে স্থানীয় আইন মেনে একটি ক্লিনিক চালাতে গিয়ে তিনি তালাল আব্দো মাহদি নামে এক ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করেন।
আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে মাহদির মৃতদেহ কেটে টুকরো করে পানির ট্যাংকে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিমিশাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী—মাহদি নিমিশাকে হয়রানি করছিলেন, অর্থ আত্মসাৎ করেছিলেন এবং তাঁর পাসপোর্ট জব্দ করে দেশে ফেরার পথ বন্ধ করে দেন। পালানোর পথ খুঁজতে গিয়ে নিমিশা তাঁকে চেতনানাশক ইনজেকশন দেন। এই ইনজেকশন পরে প্রাণঘাতী হয়ে ওঠে।
ইয়েমেনের স্থানীয় আদালত ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে নিমিশার পরিবার সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা ২০২৩ সালে খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে হুতি বিদ্রোহী সরকারের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত তাঁর মৃত্যুদণ্ড অনুমোদন করেন।
ইসলামি শরিয়াহ অনুযায়ী ভুক্তভোগীর পরিবার যদি ‘রক্তমূল্য’ বা ‘দিয়া’ গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড মাফ করা যায়। এই সুযোগে ভরসা রেখে নিমিশার পরিবার মাহদির পরিবারের কাছে এক মিলিয়ন ডলার রক্তমূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে ইয়েমেনের সানায় কারাবন্দী নিমিশার মা গত এপ্রিল থেকে ইয়েমেনে রয়েছেন এবং আলোচনার জন্য স্থানীয় সমাজকর্মী স্যামুয়েল জেরোমের সঙ্গে কাজ করছেন।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হুতি সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নিমিশাকে তারা সর্বোচ্চ কূটনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রসিকিউটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবারকে সময় দিতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন।
মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ নিমিশা প্রিয়ার জন্য সাময়িক স্বস্তি নিয়ে এলেও চূড়ান্ত মুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে মাহদির পরিবারের সিদ্ধান্তের ওপর।
আরও খবর পড়ুন:

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৭ মিনিট আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
২ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৪ ঘণ্টা আগে