আজকের পত্রিকা ডেস্ক

ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিশ্বখ্যাত কোপাকাবানা সৈকত শনিবার রাতে রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। কারণ মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা সেখানে একটি ফ্রি কনসার্ট উপহার দিয়েছেন। আয়োজকেরা দাবি করেছেন, ঐতিহাসিক এই অনুষ্ঠানে লোক সমাগম হয়েছে ২১ লাখেরও বেশি।
রোববার সিএনএন জানিয়েছে, কনসার্ট উপলক্ষে সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করে সৈকতে। সুবিধাজনক জায়গা দখল করাই ছিল তাঁদের উদ্দেশ্য। স্থানীয় কর্তৃপক্ষের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ দেশ-বিদেশ থেকেও ছুটে আসেন।
লুকাস নামে এক দর্শক সিএনএনকে জানান, তাঁর মতে এবারের জনসমাগম আগের বছরের ম্যাডোনার কনসার্টের তুলনায় অনেক বেশি। তরুণ চলচ্চিত্র নির্মাতা লুকাস বলেন, ‘শহরটা এবার আরও বেশি ভিড়াক্রান্ত মনে হচ্ছে। তবে আমি খুবই উত্তেজিত।’
ভক্তদের অনেকেই এই কনসার্টে লেডি গাগার জনপ্রিয় গানগুলোর অনুপ্রেরণায় বিশেষ পোশাকে সেজে আসেন। কারও সাজে ফুটে উঠেছে ‘পোকার ফেস’ কেউবা সেজেছিলেন ‘বর্ন দিস ওয়ে’ বা ‘ব্যাড রোমান্স’-এর বেশে। নিজের ভক্তদের লেডি গাগা ‘লিটল মনস্টারস’ নামে ডাকেন।
এই কনসার্ট ছিল লেডি গাগার নতুন অ্যালবাম ‘ম্যাহেম’-এর প্রচারণার অংশ। ৩৯ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী এর আগে মেক্সিকো সিটিতে দুটি কনসার্ট করেছেন।
রিও কনসার্টের আগের রাতে হঠাৎ করেই গাগা সৈকতে উপস্থিত হন এক রিহার্সালের জন্য, যা দর্শকদের জন্য ছিল এক বিশাল চমক। করতালির মাঝে তিনি বলেন, ‘আমি তোমাদের অনেক মিস করেছি।’
২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। কনসার্টের শুরুতেই তিনি বলেন, ‘আমি জানি এটা কোনো পূর্ণাঙ্গ শো নয়, কিন্তু এটা একেবারে সত্যিকারের শো-এর মতো লাগছে!’ এরপরই তিনি শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘আলেজান্দ্রো’।
শনিবার রাতে সেই শোতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার এক পর্যটক আব্রিল। সিএনএনকে তিনি বলেন, ‘আসলে কোপাকাবানার এই আবহটাই অসাধারণ। রিও মানেই উৎসব, রিও মানেই জাদুকরী মুহূর্ত।’

ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিশ্বখ্যাত কোপাকাবানা সৈকত শনিবার রাতে রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। কারণ মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা সেখানে একটি ফ্রি কনসার্ট উপহার দিয়েছেন। আয়োজকেরা দাবি করেছেন, ঐতিহাসিক এই অনুষ্ঠানে লোক সমাগম হয়েছে ২১ লাখেরও বেশি।
রোববার সিএনএন জানিয়েছে, কনসার্ট উপলক্ষে সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করে সৈকতে। সুবিধাজনক জায়গা দখল করাই ছিল তাঁদের উদ্দেশ্য। স্থানীয় কর্তৃপক্ষের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ দেশ-বিদেশ থেকেও ছুটে আসেন।
লুকাস নামে এক দর্শক সিএনএনকে জানান, তাঁর মতে এবারের জনসমাগম আগের বছরের ম্যাডোনার কনসার্টের তুলনায় অনেক বেশি। তরুণ চলচ্চিত্র নির্মাতা লুকাস বলেন, ‘শহরটা এবার আরও বেশি ভিড়াক্রান্ত মনে হচ্ছে। তবে আমি খুবই উত্তেজিত।’
ভক্তদের অনেকেই এই কনসার্টে লেডি গাগার জনপ্রিয় গানগুলোর অনুপ্রেরণায় বিশেষ পোশাকে সেজে আসেন। কারও সাজে ফুটে উঠেছে ‘পোকার ফেস’ কেউবা সেজেছিলেন ‘বর্ন দিস ওয়ে’ বা ‘ব্যাড রোমান্স’-এর বেশে। নিজের ভক্তদের লেডি গাগা ‘লিটল মনস্টারস’ নামে ডাকেন।
এই কনসার্ট ছিল লেডি গাগার নতুন অ্যালবাম ‘ম্যাহেম’-এর প্রচারণার অংশ। ৩৯ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী এর আগে মেক্সিকো সিটিতে দুটি কনসার্ট করেছেন।
রিও কনসার্টের আগের রাতে হঠাৎ করেই গাগা সৈকতে উপস্থিত হন এক রিহার্সালের জন্য, যা দর্শকদের জন্য ছিল এক বিশাল চমক। করতালির মাঝে তিনি বলেন, ‘আমি তোমাদের অনেক মিস করেছি।’
২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। কনসার্টের শুরুতেই তিনি বলেন, ‘আমি জানি এটা কোনো পূর্ণাঙ্গ শো নয়, কিন্তু এটা একেবারে সত্যিকারের শো-এর মতো লাগছে!’ এরপরই তিনি শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘আলেজান্দ্রো’।
শনিবার রাতে সেই শোতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার এক পর্যটক আব্রিল। সিএনএনকে তিনি বলেন, ‘আসলে কোপাকাবানার এই আবহটাই অসাধারণ। রিও মানেই উৎসব, রিও মানেই জাদুকরী মুহূর্ত।’

ইরানে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করছে। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনীর হামলায় বাড়ছে হতাহতের ঘটনা। এ পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তারের পর নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক ভয়ংকর কারাগারে নেওয়া হয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার শুরু হবে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এদিকে মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি শপ
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত অভিযোগপত্রে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে নিকোলাস এরনেস্তো মাদুরো গেরার বিরুদ্ধে মাদক পাচার, নার্কো-সন্ত্রাসবাদ এবং
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর দেশটি বর্তমানে কে পরিচালনা করছে, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৪ জানুয়ারি) এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ অংশ নিয়ে তিনি এই প্রশ্ন
১০ ঘণ্টা আগে