
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কমপক্ষে ৭৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবার (২৬ জুলাই) জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা জানান, এ ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমর মুখপাত্র সাফা এমসেহলি বলেন, গত রোববার (২৫ জুলাই) ওই নৌকাটি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে রওনা হয়। নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।
টুইটারে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই মুখপাত্র বলেন, ‘সাগরে থাকা জেলে ও কোস্টগার্ডের সদস্যরা নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে কমপক্ষে ২০ জন নারী ও ২ জন শিশু রয়েছে।’
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল ব্যবহার করে উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কমপক্ষে ৭৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবার (২৬ জুলাই) জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা জানান, এ ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমর মুখপাত্র সাফা এমসেহলি বলেন, গত রোববার (২৫ জুলাই) ওই নৌকাটি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে রওনা হয়। নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।
টুইটারে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই মুখপাত্র বলেন, ‘সাগরে থাকা জেলে ও কোস্টগার্ডের সদস্যরা নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে কমপক্ষে ২০ জন নারী ও ২ জন শিশু রয়েছে।’
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল ব্যবহার করে উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৫ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৬ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৭ ঘণ্টা আগে