
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কমপক্ষে ৭৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবার (২৬ জুলাই) জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা জানান, এ ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমর মুখপাত্র সাফা এমসেহলি বলেন, গত রোববার (২৫ জুলাই) ওই নৌকাটি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে রওনা হয়। নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।
টুইটারে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই মুখপাত্র বলেন, ‘সাগরে থাকা জেলে ও কোস্টগার্ডের সদস্যরা নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে কমপক্ষে ২০ জন নারী ও ২ জন শিশু রয়েছে।’
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল ব্যবহার করে উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কমপক্ষে ৭৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবার (২৬ জুলাই) জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা জানান, এ ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমর মুখপাত্র সাফা এমসেহলি বলেন, গত রোববার (২৫ জুলাই) ওই নৌকাটি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে রওনা হয়। নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।
টুইটারে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই মুখপাত্র বলেন, ‘সাগরে থাকা জেলে ও কোস্টগার্ডের সদস্যরা নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে কমপক্ষে ২০ জন নারী ও ২ জন শিশু রয়েছে।’
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল ব্যবহার করে উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপে পাড়ি জমাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে