
গাজায় ইসরায়েলের পক্ষে লড়াই করা দক্ষিণ আফ্রিকানরা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দক্ষিণ রাষ্ট্রপতি সিরিল রামাফোসা আবারও আজ সোমবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণকে গণহত্যা অভিহিত করে এমনটি জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, কিছু সংখ্যক দক্ষিণ আফ্রিকার নাগরিক গাজায় যুদ্ধ করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) যোগ দিয়েছে। আর এমন খবরে দক্ষিণ আফ্রিকা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে যে, এ ধরনের পদক্ষেপ সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক অপরাধ। এ কারণে তাদের বিচারের সম্মুখীন করার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা দায়বদ্ধ।
ইসরায়েলে আইনগতভাবে লড়াই করার জন্য দক্ষিণ আফ্রিকানদের আগে সরকারের অনুমোদনের প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়। কতজন দক্ষিণ আফ্রিকান আইডিএফের হয়ে যুদ্ধ করছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানান হয়নি। সরকার আগে জানিয়েছিল যে, ইসরায়েলের হয়ে যুদ্ধ করা দক্ষিণ আফ্রিকানদের খুঁজছে রাজ্য নিরাপত্তা সংস্থা (এসএসএ)।
যে যুদ্ধে দক্ষিণ আফ্রিকা সমর্থন করে না এমন যুদ্ধে জড়িত থাকা নাগরিকদের দক্ষিণ আফ্রিকার জাতীয়তা কেড়ে নেওয়া হতে পারে বলেও হুমকি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭১ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় সাড়ে ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারেরও শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের সোচ্চার সমর্থক। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি প্রায়ই বর্ণবাদের বিরুদ্ধে নিজস্ব সংগ্রামের সঙ্গে ফিলিস্তিনের লড়াইয়ের মিল রয়েছে বলে অভিহিত করে আসছে। হামাসের হামলায় ইসরায়েলের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা করে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে তার সব কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।

গাজায় ইসরায়েলের পক্ষে লড়াই করা দক্ষিণ আফ্রিকানরা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দক্ষিণ রাষ্ট্রপতি সিরিল রামাফোসা আবারও আজ সোমবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণকে গণহত্যা অভিহিত করে এমনটি জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, কিছু সংখ্যক দক্ষিণ আফ্রিকার নাগরিক গাজায় যুদ্ধ করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) যোগ দিয়েছে। আর এমন খবরে দক্ষিণ আফ্রিকা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে যে, এ ধরনের পদক্ষেপ সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক অপরাধ। এ কারণে তাদের বিচারের সম্মুখীন করার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা দায়বদ্ধ।
ইসরায়েলে আইনগতভাবে লড়াই করার জন্য দক্ষিণ আফ্রিকানদের আগে সরকারের অনুমোদনের প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়। কতজন দক্ষিণ আফ্রিকান আইডিএফের হয়ে যুদ্ধ করছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানান হয়নি। সরকার আগে জানিয়েছিল যে, ইসরায়েলের হয়ে যুদ্ধ করা দক্ষিণ আফ্রিকানদের খুঁজছে রাজ্য নিরাপত্তা সংস্থা (এসএসএ)।
যে যুদ্ধে দক্ষিণ আফ্রিকা সমর্থন করে না এমন যুদ্ধে জড়িত থাকা নাগরিকদের দক্ষিণ আফ্রিকার জাতীয়তা কেড়ে নেওয়া হতে পারে বলেও হুমকি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭১ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় সাড়ে ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারেরও শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের সোচ্চার সমর্থক। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি প্রায়ই বর্ণবাদের বিরুদ্ধে নিজস্ব সংগ্রামের সঙ্গে ফিলিস্তিনের লড়াইয়ের মিল রয়েছে বলে অভিহিত করে আসছে। হামাসের হামলায় ইসরায়েলের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা করে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে তার সব কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৮ মিনিট আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
১০ ঘণ্টা আগে